Lionel Messi GOAT: অধরা মাধুরীকে ছুঁয়ে ফেললেন, সর্বকালীন সেরা মেসির ক্যাবিনেটে এবার বিশ্বকাপও

Last Updated:
২০১৪ তেও হয়নি, এবার আর কর্ন নয়, বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি৷
1/5
#কলকাতা: দীর্ঘদিনের খরা কেটেছিল আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের মধ্যে দিয়ে ফের বিশ্বমঞ্চে গিয়ে ট্রফি পেয়েছিল ১৯৯৩-র পর সেটাই ছিল প্রথম টুর্নামেন্ট৷ যেখানে কোপা জিতেছিল৷ আর শেষ বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার মারাদোনার চমৎকার পারফরম্যান্স দিয়ে ১৯৮৬ সালে৷ 
#কলকাতা: দীর্ঘদিনের খরা কেটেছিল আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের মধ্যে দিয়ে ফের বিশ্বমঞ্চে গিয়ে ট্রফি পেয়েছিল ১৯৯৩-র পর সেটাই ছিল প্রথম টুর্নামেন্ট৷ যেখানে কোপা জিতেছিল৷ আর শেষ বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার মারাদোনার চমৎকার পারফরম্যান্স দিয়ে ১৯৮৬ সালে৷ 
advertisement
2/5
আর ১৯৮৬ সালের পর শাপমোচন হল মেসির৷ ২০১৪ তে বিশ্বকাপ ফাইনাল খেলেও কাপ অধরা ছিল৷ কিন্তু ২০২২ র রবিবারের রাত আর আর্জেন্টাইন ফ্যানদের নিরাশ করল না৷ 
আর ১৯৮৬ সালের পর শাপমোচন হল মেসির৷ ২০১৪ তে বিশ্বকাপ ফাইনাল খেলেও কাপ অধরা ছিল৷ কিন্তু ২০২২ র রবিবারের রাত আর আর্জেন্টাইন ফ্যানদের নিরাশ করল না৷ 
advertisement
3/5
আবেগের বিস্ফোরণের ম্যাচে প্রতি মুহূর্তে খেলা ঘুরেছে৷ আর তাতেই বাজিমাত করলেন ৩৫-র মেসি৷ হ্যাঁ ক্লাব ফুটবলে সব ট্রফি তাঁর রয়েছে, তিনি নাকি ক্লাব প্লেয়ার৷  জাভি- ইনিয়েস্তা না থাকলে নাকি মেসি নেই৷ 
আবেগের বিস্ফোরণের ম্যাচে প্রতি মুহূর্তে খেলা ঘুরেছে৷ আর তাতেই বাজিমাত করলেন ৩৫-র মেসি৷ হ্যাঁ ক্লাব ফুটবলে সব ট্রফি তাঁর রয়েছে, তিনি নাকি ক্লাব প্লেয়ার৷  জাভি- ইনিয়েস্তা না থাকলে নাকি মেসি নেই৷ 
advertisement
4/5
না মেসি আছেন, মেসি থেকে যাবেন৷ তাঁর বিশ্বকাপে সাতটা গোল৷ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি বুঝিয়ে দিলেন জাত জাতই হয়৷ 
না মেসি আছেন, মেসি থেকে যাবেন৷ তাঁর বিশ্বকাপে সাতটা গোল৷ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মেসি বুঝিয়ে দিলেন জাত জাতই হয়৷ 
advertisement
5/5
৬ টা ব্যালন ডি অর -মালিকের এবার ক্যাবিনেটে বিশ্বকাপ রয়েছে৷ মেসির দেশ ও ক্লাবের জার্সি গায়ে ৭৫০ গোলের মালিক এর চেয়ে সুখকর বিশ্বকাপের শেষ আর কী হতে পারে৷ 
৬ টা ব্যালন ডি অর -মালিকের এবার ক্যাবিনেটে বিশ্বকাপ রয়েছে৷ মেসির দেশ ও ক্লাবের জার্সি গায়ে ৭৫০ গোলের মালিক এর চেয়ে সুখকর বিশ্বকাপের শেষ আর কী হতে পারে৷ 
advertisement
advertisement
advertisement