TRENDING:

Rs.50 Biriyani: স্বাদে দুর্দান্ত ! মাত্র ৫০ টাকায় বিরিয়ানি এবার মিলছে বসিরহাটে

Last Updated:

অর্ধেকেরও কম দামে বিরিয়ানি, মাত্র ৫০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি। সঙ্গে রয়েছে আলু এবং কাঁচা লঙ্কা। বসে খাওয়া অথবা পার্সেল, দুই ব্যবস্থা রয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাটঃ মাত্র ৫০ টাকায় বিরিয়ানি এবার বসিরহাটে। একটা ছোট্ট শব্দ আপনার মন ভাল করে দিতে পারে যে কোনও সময়… বিরিয়ানি! বিরিয়ানি মানেই এক প্লেট ভাললাগা, অবর্ননীয় স্বর্গীয় স্বাদ! বিগত এক দশকে দেশের প্রায় সর্বত্র হু হু করে বেড়েছে বিরিয়ানির চাহিদা। যে কোনও টুকটাক থেকে এলাহি দাওয়াতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই বিরিয়ানি।
advertisement

সুস্বাদু খাবারের টানে যাঁরা যখন তখন যে কোনও জায়গায় ছুটে যেতে পারেন, আজ তাদের কথা ভেবে এমন একটা ঠেকের খবর দেব, যেখানে মাত্র ৫০ টাকায় চিকেন বিরিয়ানি পেয়ে যাবেন। আর এই ৫০ টাকায় বিরিয়ানির রসদ পাওয়া যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খোলাপোতায়।

আরও পড়ুন-আর যেতে হবে না দোকানে! এবার ঘরে বসে সহজেই গম, ডাল, মশলা পেষাই করে নেওয়া যাবে! বাজারে এসেছে এক দারুণ কাজের যন্ত্র

advertisement

অর্ধেকেরও কম দামে বিরিয়ানি, মাত্র ৫০ টাকায় এক প্লেট চিকেন বিরিয়ানি। সঙ্গে রয়েছে আলু, কাঁচালঙ্কা। বসে খাবার অথবা পার্সেল, দুই ব্যবস্থা রয়েছে। ছোট থেকে বড় প্রায় সকলের খাদ্য তালিকায় বিরিয়ানি বেশ পছন্দের। বড় হোটেল রেস্তোরাঁ থেকে বাজারের ছোট দোকান কিংবা মেলায় থাকছে বিরিয়ানি। এরই মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু বিখ্যাত বিরিয়ানি প্রস্তুতকারক ব্র্যান্ডে পরিণত হয়েছে। সেই বিরিয়ানি খেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে। অথবা দীর্ঘক্ষণ বাস ট্রেন জার্নি করেও বিরিয়ানি স্বাদ নিতে যান মানুষ। খাবার প্রিয় বাঙালির সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর হতে চান তাপস মণ্ডল।

advertisement

View More

আরও পড়ুন– পরিবেশ-বান্ধব সামগ্রী দিয়েই শান্তির নীড় বাঁধলেন দম্পতি! প্রবল গরমেও প্রয়োজন হবে না ফ্যান কিংবা এসি-র!

প্রায় এক দশকের বিভিন্ন কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। একাধিক নামিদামি রেস্তোরাঁয় রান্নার দায়িত্ব সামাল দিয়েছেন। এবার নিজে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ঘুরে দাঁড়িয়ে অল্প লাভে বেশি বিক্রির মাধ্যমে বিরিয়ানি রসদ জুগিয়েছেন এলাকায়। আর কম দামে দারুণ স্বাদের সেই বিরিয়ানি খেতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Rs.50 Biriyani: স্বাদে দুর্দান্ত ! মাত্র ৫০ টাকায় বিরিয়ানি এবার মিলছে বসিরহাটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল