বারান্দার গ্ৰীল কেটে দরজার তালা, আলমারি, শোকেস ভেঙে ঘর লন্ডভন্ড করে সমস্ত কিছু নিয়ে চম্পট দিল তারা। সরকারি দপ্তরের কর্মী আব্দুল হাসান দশ দিন আগে বাংলাদেশে শশুর বাড়ি বেড়াতে গিয়েছেন। এদিন সকালে প্রতিবেশীরা দেখেন বারান্দার গ্ৰীল কাটা, ঘরের দরজা, আলমারি, সোকেশের তালা ভাঙা, দুটি ঘড়ই লন্ডভন্ড। এরপরই দ্রুত দেগঙ্গা থানায় অভিযোগ জানান আব্দুল হাসানের ভাই।
advertisement
আরও পড়ুনঃ রেল ব্রীজ পারাপারের সমস্যায় এখনও মেলেনি সমাধান, টিকিট কেটেই রেল লাইন পারাপার!
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনার বিষয়টি খতিয়ে দেখেন তারা। তবে, বাড়ির মালিক আসা না পর্যন্ত জানা যাবে না চুরি যাওয়া জিনিসপত্রের সঠিক পরিমাণ বলেই পুলিশের বক্তব্য। পাকা বাড়িতে এভাবে দুঃসাহসিক চুরি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। পাকা বাড়ি রেখে কোথাও গেলে স্থানীয় থানায় জানানোর বিষয় চালু করা হয়েছিল জেলা পুলিশের পক্ষ থেকে। এক্ষেত্রে সে বিষয়টি মানা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
আরও পড়ুনঃ নিগ্রেহাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজেও নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে কি কি চুরি গিয়েছে এবং তার পরিমাণ কত তা জানা না যাওয়া পর্যন্ত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। খবর দেওয়া হয়েছে বাড়ির মালিক কে। তিনি দ্রুত দেশে ফেরার বন্দোবস্ত করছেন বলেও জানা গিয়েছে পরিবার সূত্রে। এলাকায় পুলিশি নিরাপত্তার দাবি জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে।
Rudra Narayan Roy