North 24 Parganas News: নিগ্রেহাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুজো শেষে প্রতিবছরের মত এ বছরও জেলায় অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা। কিন্তু, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে কোনও মেমেন্টো বা পদক তুলে না দিয়ে এখানে দেওয়া হল, আস্ত একটি খাসি।
#উত্তর ২৪ পরগনা : পুজো শেষে প্রতিবছরের মত এ বছরও জেলায় অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা। কিন্তু, প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে কোনও মেমেন্টো বা পদক তুলে না দিয়ে এখানে দেওয়া হল, আস্ত একটি খাসি। দ্বিতীয় পুরস্কার হিসেবে তুলে দেওয়া হল দুটি রাজহাঁস এবং তৃতীয় পুরস্কার ছিল মুরগি। নিগ্রেহাটি গ্রামে পুজো শেষের পর আয়োজন করা হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হন এলাকায়। খেলায় অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিরাও উপস্থিত হন।
এলাকার সুবিশাল ঝিলে এই প্রতিযোগিতা চলে। মোট সাতটি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবছর। প্রথম থেকেই টানটান উত্তেজনায় শুরু হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। পাড়ে দাঁড়ানো দর্শকদের গলা ফাটাতে দেখা যায় পছন্দের বাইচ টিম এর হয়ে। দ্রুত গতিতে তখন জলের বুক চিরে, একে অপরকে টেক্কা দিতে চলছে মরিয়া চেষ্টা। আর তা উপভোগ করছেন হাজার হাজার দর্শক।
advertisement
আরও পড়ুনঃ প্রশাসনের উদ্যোগে প্রথম পুজো কার্নিভাল অনুষ্ঠিত জেলায়
বিকেলের পড়ন্ত রোদে, প্রতিযোগিরা নৌকায় ভেসে বিভিন্ন রকমের আওয়াজ করে দখল করে নেন জয়সূচক স্থান। প্রথম স্থান অধিকার করে নবপল্লী রামকৃষ্ণ ক্লাব, দ্বিতীয় স্থান নিমতলা মনি মোহন রায়ের নৌকা, তৃতীয় স্থান অধিকার করে নবপল্লী গ্রামবাসী বৃন্দ। পুজো মণ্ডপের পাশেই অনুষ্ঠান করে এরপর তুলে দেওয়া হয় বিজয়ী দলের হাতে পুরস্কার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ফিরে এল দীর্ঘদিনের ঐতিহ্য, অশোকনগরে বারোয়ারি ক্লাবগুলিকে নিয়ে দুর্গা পুজোর শোভাযাত্রা
বহু মানুষের উপস্থিতিতেই প্রথম পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটা আস্ত একটি খাসি বা ছাগল। দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় দুটি রাজহাঁস এবং তৃতীয় পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ৭ কেজি ওজনের মুরগি। এদিনের নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের পাশাপাশি দর্শকদেরও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
October 08, 2022 10:24 PM IST