আরও পড়ুন: কৃতি ৩৫২ পড়ুয়াকে সংবর্ধনা মেয়রে
এই উদ্যোগ প্রসঙ্গে বিজ্ঞান ও যুক্তিবাদী আন্দোলনের কর্মী মৌসুমী দেবনাথ বলেন, এ বছর আমরা নাস্তিক ভিলার পক্ষ থেকে নবদ্বীপ হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে গাছের চারা দিয়েছি। যাতে ব্লাড ব্যাঙ্ক সকল রক্তদাতাদের মধ্যে এইগুলি বিতরণ করতে পারে। সকলের মধ্যে গাছ বিতরণ এবং পরিবেশ ও সবুজ রক্ষায় সাধারণ মানুষকে আরও বেশি পরিবেশ সচেতন ও বনসৃজনে আগ্রহী করে তোলার জন্য প্রতি বছরই আমাদের বাসভবন ‘নাস্তিক ভিলা’ থেকে এই সময়ে গাছের চারা বিতরণ করা হয়। বন ও গাছপালা ধ্বংসের ফলে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য আজ দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম ও মানব-সভ্যতা রক্ষার জন্যই আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন। সেটাই সবাইকে বোঝানোর চেষ্টা করছি আমরা।
advertisement
বিজ্ঞানকর্মী প্রতাপ চন্দ্র দাস বলেন, অরণ্য সপ্তাহ চলছে। এই সময়ে আপনি একটা গাছ না লাগালেও প্রকৃতির তেমন কোনও ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি রাষ্ট্র এবং তার সহযোগী কর্পোরেটের বনভূমি জঙ্গলের উপর আগ্রাসনের বিরোধিতা না করেন তবে আপনি প্রকৃতির বিশাল বড় ক্ষতি করবেন। প্রকৃতি পরিবেশ ও জনজীবন বাঁচাতে গাছ কাটার বিরোধিতা করা, রাষ্ট্র কর্তৃক বনভূমি কর্পোরেটের হাতে তুলে দেওয়ার এবং জঙ্গল বনভূমি থেকে আদিবাসী উচ্ছেদের বিরোধিতা করা একান্ত জরুরি।
সব পরিবেশবিদ এবং গবেষকরা বারবার বলছেন গাছ লাগান বেশি করে। না হলে এই পৃথিবীকে রক্ষা করা সম্ভব নয়। অরণ্য সপ্তাহ এক মামুলি উদযাপন নয়, তা আসলে এই চেতনা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার হাতিয়ার। সবাই ব্যক্তিগতভাবে এমন উদ্যোগে এগিয়ে এলে তবেই রক্ষা পাবে এই পৃথিবী।
মৈনাক দেবনাথ