Asansol News: কৃতী ৩৫২ পড়ুয়াকে সংবর্ধনা মেয়রে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
নবম ও দশম শ্রেণির কৃতি ৩৫২ জন পড়ুয়াকে সংবর্ধনা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের
পশ্চিম বর্ধমান: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা আসানসোল পুরনিগমের। মেয়র বিধান উপাধ্যায় ৩৫২ জন কৃতী ছাত্র-ছাত্রীর হাতে সম্মান স্মারক তুলে দেন। তাদের আরও ভালো করে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠা হওয়ার বার্তা দেন তিনি।
আসানসোল পুরনিগমের উদ্যোগে আসানসোল রবীন্দ্রভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে আসানসোল ও বার্নপুর এলাকার ৬৪ টি বিদ্যালয়ের সফল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের কৃতি ছাত্র-ছাত্রীরা হাজির ছিল। সেখানেই সফল ছাত্র-ছাত্রীদের হাতে বিশেষ সম্মান স্মারক তুলে দেন মেয়র।
advertisement
advertisement
মেয়র বিধান উপাধ্যায় ওই অনুষ্ঠানে বলেন, বর্তমান রাজ্য সরকার পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করছে। আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী পড়ুয়ারাও যাতে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য সরকারের নানা রকম প্রকল্প রয়েছে। দেওয়া হয় স্কলারশিপ। নারী শিক্ষার জন্যও রাজ্য সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। পাশাপাশি তিনি বার্তা দিয়েছেন, যারা মেধাবী পড়ুয়া, যারা পড়াশোনার মধ্যে দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায় তাদের পাশে সরকার সব সময় আছে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 4:56 PM IST