সামনেই দুর্গাপুজো, ইতিমধ্যেই নতুন জামা কাপড় কেনার ভিড় বিভিন্ন দোকান, বাজার, হাটে। বিভিন্ন শপিংমল গুলিতে ঠাসা ভিড় লেগে রয়েছে বর্তমানে। তবে এর মধ্যেও একশ্রেণীর মানুষের মন খারাপ। এর কারণ গত দু'বছর লকডাউনের কারণে অনেকেই নিজের কাজ হারিয়েছেন। কারোর ব্যবসা এখনো পর্যন্ত সেই ভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। সেই কারণে এক শ্রেণীর মানুষ এবারের দুর্গাপুজোয় কিনে উঠতে পারেননি। তার এবং তার পরিবারের জন্য নতুন বস্ত্র।
advertisement
আরও পড়ুনঃ দোকানদারের সততার ফলে বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই ব্যবসায়ীর!
সেই সমস্ত মানুষদের দুঃখ দূর করতেই এগিয়ে এল রানাঘাট পুলিশ। প্রশাসন সূত্র মারফত জানা যায়, পশ্চিমবঙ্গ পুলিশের ব্যাচ নম্বর ১৬৫/১৯৯৩ গ্রুপের পক্ষ থেকে এবং রানাঘাট জিআরপি পুলিশের ব্যবস্থাপনায় এলাকার বেশ কিছু দু:স্থ মানুষদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হল। স্বাভাবিকভাবেই নতুন বস্ত্র হাতে পেয়ে খুশি সেই সমস্ত মানুষেরা।
আরও পড়ুনঃ দু:স্থ মানুষদের জন্য বিনা পয়সার বাজার ধুবুলিয়ায়
উল্লেখ্য বেশিরভাগ পুলিশ কর্মীরাই পুজোর সময় তাদের ডিউটি করেন। পুজোয় ঘুরতে বেরোনো তো দূর তারা তাদের পরিবারের সাথে পর্যন্ত সময় কাটাতে পারেন না। এই সময় তারা ব্যস্ত থাকে পূজোর ভিড় সামাল দেওয়ার জন্য এছাড়াও কোনরকম ইমার্জেন্সি কাজ সম্পন্ন করার জন্য। তবে নিজেরা আনন্দ করতে না পারলেও অন্যের মুখে হাসি ফোটাতে পিছুপা হয়নি রানাঘাট পুলিশ প্রশাসন।
Mainak Debnath