Nadia News: দু:স্থ মানুষদের জন্য বিনা পয়সার বাজার ধুবুলিয়ায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। পুজো মানেই খুশি আমেজ পুজো মানেই আনন্দ।
#ধুবুলিয়া : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। পুজো মানেই খুশি আমেজ পুজো মানেই আনন্দ। পুজোর পাঁচটা দিন নতুন জামা কাপড় পড়ে আনন্দে মেতে ওঠেন কচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধজনেরাও। এই পাঁচটা দিন সমস্ত দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে থাকে আপামর বাঙালি। সেই কারণেই দুর্গাপূজাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলা হয়। তবে এই খুশির দিনে বেশ কিছু দু:স্থ মানুষের দেখা যায় করুন মুখ। তার কারণ খুশির এই উৎসবে নতুন জামা কাপড় পরে পূজা মন্ডপে ঠাকুর দেখার সৌভাগ্য অনেক সময় তাদের হয় না।
দুবেলা দুমুঠো অন্য জোগাড় করে পেট ভরানোই তাদের দুঃসাধ্য হয়ে ওঠে অনেক সময় সেক্ষেত্রে নতুন জামা কাপড় কেনা তো দুঃস্বপ্নের! সেই সমস্ত দু:স্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল ধুবুলিয়ার বেশ কিছু সহৃদয় মানুষ। ধুবুলিয়া বাজার সংলগ্ন এলাকায় তারা তৈরি করলেন বিনা পয়সার বাজার। এখানে দুঃস্থ মানুষদের জন্য তৈরি করা হয়েছে রীতিমতো একটি বাজার।
advertisement
advertisement
এই বাজারে রয়েছে পুরুষ ও মহিলা নির্বিশেষে সকল বয়সের মানুষদের জন্য বিভিন্ন রকম নতুন পোশাক। প্রায় পাঁচ হাজার দু:স্থ মানুষকে পোশাক বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা। এদিনের এই পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রায় ১২০০ জনকে পোশাক বিতরণ করা হয়েছে বলে জানা যায়। দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এই সমস্ত পোশাকগুলি তাদের বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
advertisement
আরও পড়ুনঃ সংরক্ষণের দাবিতে বঙ্গীয় চাষি কৈবর্ত মাহিষ্য সমিতির ডেপুটেশন প্রদান
বাজার হাটের দোকানের মতোই এখানে থাকা সমস্ত পোশাক তারা নিজের পছন্দের মত বেছে নিতে পারবেন তবে তফাৎ এই যে পোশাক কিনতে লাগবে না কোনও পয়সা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডক্টর যতন রায় চৌধুরী ছাড়াও একাধিক বিশিষ্ট নাগরিকেরা।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 24, 2022 3:18 PM IST