Nadia News: সংরক্ষণের দাবিতে বঙ্গীয় চাষি কৈবর্ত মাহিষ্য সমিতির ডেপুটেশন প্রদান
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বঙ্গীয় চাষি কৈবর্ত মাহিষ্য সমিতির পক্ষ থেকে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লক অফিসে একাধিক দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান। নদিয়া জেলায় বাস করে একাধিক আর্থিক ও সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন।
#নদিয়া : বঙ্গীয় চাষি কৈবর্ত মাহিষ্য সমিতির পক্ষ থেকে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লক অফিসে একাধিক দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান। নদিয়া জেলায় বাস করে একাধিক আর্থিক ও সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন। কর্মক্ষেত্রে অথবা পড়াশোনার ক্ষেত্রে তাদের দেখা যায় একাধিক সমস্যা। এছাড়াও বিশেষ করে কৃষকদের পড়তে হয় একাধিক সমস্যায়। সেই কারণে কৃষ্ণগঞ্জ প্রশাসনিক ভবনে বঙ্গীয় চাষী কৈবর্ত মাহিষ্য সমিতির পক্ষ থেকে এক বিশাল জমায়েত করে করা হল ডেপুটেশন প্রদান। এদিনের তাদের দাবি-দাওয়া গুলির মধ্যে রয়েছে যথাক্রমে, অবিলম্বে 'মাহিষ্য' জাতি গোষ্ঠী হিসেবে 'ওবিসি' ঘোষণা করতে হবে।
মাহিষ্য ও চাষি কৈবর্ত একই জাতিগোষ্ঠী, চাষি কৈবর্ত হিসেবে ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে জটিলতা দূর করতে হবে। এছাড়াও দুয়ারে সরকারের নিকট চাষি কৈবর্ত হিসেবে ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া ব্যক্তিদের অবিলম্বে ওবিসি সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করতে হবে। শিক্ষায় সংরক্ষণ ও আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে। ৬০ উর্ধ্ব সকল ব্যক্তিকে কৃষি পেনশনের ব্যবস্থা করতে হবে। চাকুরী অথবা কর্ম ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
advertisement
আরও পড়ুনঃ গাছের ডালে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ! চাঞ্চল্য করিমপুর
ইত্যাদি একাধিক দাবি-দাওয়া নিয়ে এদিন কৃষ্ণগঞ্জ প্রশাসনিক ভবনে এক বিশাল জমায়েত করা হয়। ডেপুটেশন প্রদানের দিন কৃষ্ণগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার উপস্থিত না থাকার ফলে এদিন তার প্রতিনিধি স্বরূপ অন্য এক আধিকারিক কে ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান কমিটির সদস্য প্রণব বিশ্বাস। এদিনের এই ডেপুটেশন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করার কথা জানা যায় প্রশাসনিক সূত্রে।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 23, 2022 11:23 PM IST