পাশাপাশি ওই যুবকের মা সহ পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করার অভিযোগ ওঠে ওই নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনার পর অপমানে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় অমিত দেবনাথ। এরপর ধৈর্যের বাঁধ ভেঙে যায় স্থানীয় গ্রামবাসীদের এবং অভিযুক্ত সঞ্জীব সমাদ্দার সহ দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে একাধিকবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এলাকাবাসীদের বিক্ষোভের মুখে নতী স্বীকার করে অভিযুক্ত সঞ্জীব সমাদ্দারকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কৃষ্ণনগর এমপি কাপে শাড়ি পরে ফুটবলে কিক মহুয়া মৈত্রের
মূলত তারই পরিপ্রেক্ষিতে বাকি দোষীদের অবিলম্বে গ্রেফতারকরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই দিন দুপুরে মৃত যুবকের বাড়িতে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানান, দীর্ঘদিন এই পরিস্থিতি চলতে পারেনা, এরপর সাধারণ মানুষই এর বিচার করবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও এই দিন তীব্র কটাক্ষের সুর শোনা যায় সংসদের গলায়। জগন্নাথ সরকার ছাড়াও এই দিন মৃত যুবক অমিত দেবনাথের বাড়িতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির অন্যান্য নেতাকর্মীরা।
Mainak Debnath