Nadia News: কৃষ্ণনগর এমপি কাপে শাড়ি পরে ফুটবলে কিক মহুয়া মৈত্রের

Last Updated:

ফুটবল খেলা বেশিরভাগ বাঙালির প্রিয়। পাড়ার ফুটবল হোক কিংবা ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি, সারা বছর ফুটবল জ্বরে মেতে থাকে আপামর বাঙালি।

#কৃষ্ণনগর : ফুটবল খেলা বেশিরভাগ বাঙালির প্রিয়। পাড়ার ফুটবল হোক কিংবা ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি, সারা বছর ফুটবল জ্বরে মেতে থাকে আপামর বাঙালি। তবে ফুটবলে পিছিয়ে নেই মেয়েরাও তারই প্রমাণ করতেশাড়ি পায়ে ফুটবলে কিক মারতে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের সাংসদ মহা মৈত্রকে। সোমবার এমনই দৃশ্য ফুটে উঠলো সোশ্যাল মিডিয়া জুড়ে। ছবিটা দেখা যাচ্ছে মহুয়া মৈত্র ফুটবলে কিক মারছেন। আরেকটি ছবিতে দেখা যায় তিনি রয়েছেন গোলরক্ষকের ভূমিকায়। কৃষ্ণনগরে এমপি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল। সেই ফাইনাল ম্যাচেই ফুটবল পায়ে দেখা যায় সংসদকে।
ছবিতে দেখা যায় ফুটবল পায়ে সাংসদ মহুয়া মৈত্রকে। তার ফুটবল স্কিল দেখে তারিফ করেন সকলেই। তিনি নিজেই ছবি দুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেখানে দেখা যায় সাংসদ মহুয়া মৈত্র শাড়ি এবং পায়ে জুতো পড়ে ফুটবলে কিক মারছেন চোখে রয়েছে সানগ্লাস। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে গত ১৩ সেপ্টেম্বর থেকে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
advertisement
advertisement
দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে আয়োজিত কৃষ্ণনগর এমপি কাপ যেতে দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ মহুয়া মৈত্র। তবে এই প্রথম নয় এর আগেও শাড়ি পড়ে ফুটবলে কিক মারতে দেখা গিয়েছে কৃষ্ণনগরের সাংসদকে। চলতি বছরের ১৬ আগস্ট খেলা হবে দিবসেও তিনি শাড়ি পড়ে ফুটবলে মেরেছিলেন কিক, সেই ছবিও রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
আরও পড়ুনঃ নিজের বাড়ি থেকেই বৃদ্ধাকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ! আঙ্গুল উঠছে বৌমা'র দিকে
প্রসঙ্গত রাজ্য থেকে জাতীয় রাজনীতি নজরকারা নেতা-নেত্রীদের মধ্যে অন্যতম কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। নিজের যুক্তিতে অনর থেকে নিজের বলিষ্ঠ ব্যক্তিত্বই তুলে ধরেছেন তিনি বারবার। নিজের এলাকার একাধিক সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় সাধারন মানুষ তাকে জানালে পরে সেই সমস্যার সমাধান হয়েছে অল্প সময়ের মধ্যেই। মাঠে নেমে ফুটবলে কিক মারার মধ্যে দিয়েই বর্তমানে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন তিনি।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কৃষ্ণনগর এমপি কাপে শাড়ি পরে ফুটবলে কিক মহুয়া মৈত্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement