উদ্ধার করে মাসের শেষে সঠিক প্রাপকের হাতে সেগুলিকে ফিরিয়ে দেওয়া হয়। চলতি মাসের ও বেশ কিছু মোবাইল হারানোর লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে মোবাইল গুলোকে উদ্ধার করে সঠিক প্রাপকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। এদিন হারিয়ে যাওয়া মোবাইল পুনরায় ফিরে পেয়ে খুশি মোবাইলের প্রাপকেরা। এ বিষয়ে রানাঘাট জিআরপি থানার আধিকারিক জানাচ্ছেন, প্রত্যেক মাসেই আমাদের এই কর্মসূচি চলে।
advertisement
আরও পড়ুনঃ আবারও কুপার্স ক্যাম্পে নজরে নিষিদ্ধ প্লাস্টিক
এই মাসেও ১৮ টি হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধার করে তাদের সঠিক প্রাপকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ট্রেনে যাতায়াতের সময় মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অনেক সময় সেগুলি আমরা লিখিত অভিযোগ দায়ের করি না। এই হারিয়ে যাওয়া ফোন যদি কোনও অসাধু ব্যক্তির হাতে পড়ে সেগুলিকে অপব্যবহার করে মোবাইলের সঠিক মালিক কে ফেলতে পারে বিপদে।
আরও পড়ুনঃ দশভূজার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির নদিয়ায়
সেই কারণে প্রশাসন থেকে একাধিক বার জানানো হয়েছে মোবাইল ফোন হারিয়ে অথবা চুরি হয়ে গেলে তা অবশ্যই লিখিত অভিযোগ জানাতে পুলিশ প্রশাসনকে। এই লিখিত অভিযোগের ফলেই হারিয়ে যাওয়া মোবাইল পুনরুদ্ধার করা সম্ভব হয়।
Mainak Debnath