Nadia: দশভূজার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির নদিয়ায়

Last Updated:

দশভুজার উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন নদিয়ার পায়রাডাঙ্গায়। সম্পূর্ণ গৃহবধূদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা দশভূজার উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির ও রক্তদান শিবিরের।

+
title=

#নদিয়া : দশভুজার উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন নদিয়ার পায়রাডাঙ্গায়। সম্পূর্ণ গৃহবধূদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংস্থা দশভূজার উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির ও রক্তদান শিবিরের। বাড়ির কাজকর্মে ব্যস্ত গৃহবধূরা সত্যিই যে দশভূজা তা আবারও প্রমাণ করে দিলেন রানাঘাট পায়রাডাঙ্গা এলাকার একদল গৃহবধূ। তারা জানান মানুষের উপকার করার লোকের সংখ্যা বর্তমানে খুবই কম। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের মূল ধর্ম। বাড়ির কাজকর্ম সেরেও মানুষের পাশে দাঁড়ানো যায় মানুষের দুঃখ মোছা যায় সেই কারণেই তাদের এই উদ্যোগ।
এদিন এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে তারা আয়োজন করলেন বিনামূল্যে একাধিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের এছাড়াও প্রায় ৪৫ জন স্বেচ্ছাসেবী রক্তদাতা এদিন রক্ত দান করলেন দশভুজার রক্তদান শিবিরে। উপস্থিত ছিলেন রানাঘাট থানার ভারপ্রাপ্ত আইসি ছাড়াও একাধিক সম্মানীয় ব্যক্তিরা।। দু’হাতে একাধিক কাজ সামলালেও গৃহবধূদের বলা হয় দশভূজা। তার কারণ বাড়ির এবং বাইরের সংসারের একাধিক কাজকর্ম সুনিপুণভাবে সামলানো একজন গৃহবধুরই সম্ভব। সেই কারণে নদিয়ার পায়রাডাঙ্গার সম্পূর্ণ গৃহবধূদের পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের নাম দশভূজা।
advertisement
আরও পড়ুনঃ একটু বৃষ্টিতেই দাঁড়িয়ে যায় জল! বাজারে সমস্যায় ক্রেতা বিক্রেতারা
নামের সঙ্গে কাজেরও রয়েছে সাদৃশ্য। প্রত্যেকেই বাড়ির কাজ সামলে তারপর নিজেকে সমাজসেবামূলক কাজে নিযুক্ত করেছেন বলেই তারা নিজেদেরকে বলেন দশভুজা। স্বাভাবিকভাবেই গৃহবধূদের এই উদ্যোগে খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। এখনকার গৃহবধূরা শুধুমাত্র বাড়ির কাজেই যে থেমে নেই, বাড়ির কাজের পাশাপাশি তারা সামাজিক কাজেও নিজেকে নিযুক্ত করেছেন তা দেখে খুশি সকলেই।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: দশভূজার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির নদিয়ায়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement