Nadia: আবারও কুপার্স ক্যাম্পে নজরে নিষিদ্ধ প্লাস্টিক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
প্লাস্টিক মানব জীবনের যে এক অভিশাপ তা এখন সকলেরই জানা। পৃথিবীর বাস্তুতন্ত্র কে ধীরে ধীরে ধ্বংস করছে এই প্লাস্টিক। প্লাস্টিকের থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
#কুপার্স ক্যাম্প : প্লাস্টিক মানব জীবনের যে এক অভিশাপ তা এখন সকলেরই জানা। পৃথিবীর বাস্তুতন্ত্র কে ধীরে ধীরে ধ্বংস করছে এই প্লাস্টিক। প্লাস্টিকের থেকে পরিবেশকে রক্ষা করতে সরকার থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। যেমন জুলাই মাস থেকেই বন্ধ হয়ে গিয়েছে ৭৫ মাইক্রনের নীচের সমস্ত রকম প্লাস্টিক। কিন্তু তবুও জেলার বেশ কিছু জায়গায় এখনও প্রশাসনের অগোচরে ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত প্লাস্টিক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৭৫ মাইক্রনের নীচে সমস্ত একবার ব্যবহারকারী প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে গত জুলাই মাস থেকেই।
কিন্তু এখনও বহু অসচেতন ক্রেতা থেকে বিক্রেতারা ব্যবহার করছেন সেই সমস্ত নিষিদ্ধ প্লাস্টিক। ঠিক তেমনই চিত্র দেখা গেল নদিয়া রানাঘাটের কুপার্স পৌরসভার বাজারে। বাজারে বিক্রি হওয়া নিত্যদিনের ফল, শাকসবজি, মাছ ইত্যাদি কেনাবেচার জন্য ক্রেতা থেকে বিক্রেতা উভয়ই ব্যবহার করছেন সেই নিষিদ্ধ প্লাস্টিক। প্রশাসন থেকে একাধিক বার সতর্ক করা হলেও এখনও এক শ্রেণীর কিছু মানুষ সচেতন নয়।
advertisement
আরও পড়ুনঃ রানাঘাট ব্রজবালা প্রাথমিক বিদ্যালয়ের ১০০ তম বর্ষপূর্তি উদযাপন
এ বিষয়ে কুপার্স পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ কুমার দাস জানান, অভিযোগ আমাদের কাছেও এসেছে। অন্য কাজে ব্যস্ত থাকার কারণে পৌরসভা থেকে অভিযান চালানো কিছুদিন বন্ধ ছিল। আগামীকাল থেকে পুনরায় অভিযান চালানো হবে এলাকার বিভিন্ন বাজারে। প্রয়োজন পড়লে ফাইনের ব্যবস্থা করা হবে। যদিও তিনি জানান প্রায় ৮৫ শতাংশ লোকই ৭৫ মাইক্রন এর উপরে প্লাস্টিক কিংবা তার বিকল্প ব্যাগ বাথ হলে ব্যবহার করছেন ইতিমধ্যেই। কিছু মানুষ অসতর্ক রয়ে গেছেন আশা করছি ভবিষ্যতে তারাও সচেতন হবেন।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
August 30, 2022 8:39 PM IST