এ বার সদ্যোজাত তিনদিনের শিশুকন্যা রেখে, তালা বন্ধ অবস্থায় পালিয়ে যাওয়ার কারণ হিসাবে কন্যাসন্তান জন্মানোর কারণ দেখছেন প্রতিবেশীরা । প্রতিবেশী যৌনকর্মীরাই নবজাতককে উদ্ধার করে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান মেডিক্যাল চেকআপের জন্য। এর পর ওই শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ তিনি প্রাথমিক ভাবে আসার কথা জানালেও পরবর্তীকালে মোবাইলের সুইচড অফ করে দেন ওই যৌনকর্মী ।
advertisement
আরও পড়ুন : রাস্তায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, দেখেও দেখেনি পথচলতি মানুষ! তারপর?
আরও পড়ুন : স্কুলের বন্ধ ঘরে ২৮-ঘণ্টা আটকে রইল ছাত্রী! মুর্শিদাবাদের ঘটনা শুনলে শিউরে উঠবেন
শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ না করাতে পারায় প্রতিবেশী যৌনকর্মীরা শান্তিপুর থানায় যোগাযোগ করেন । শান্তিপুর থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয় নদিয়া চাইল্ডলাইনে । শনিবার মধ্যরাতে চাইল্ড লাইনের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে । নদিয়া চাইল্ড লাইনের প্রতিনিধি জানান, শিশুটিকে রানাঘাটে রেখে প্রতিপালন করা হবে, অন্যদিকে তার মায়ের এর সাথে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হবে।