West Bengal News: রাস্তায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, দেখেও দেখেনি পথচলতি মানুষ! তারপর? রইল আসল 'মানবিক মুখ'...

Last Updated:

West Bengal News: রাতের অন্ধকারে ক্যানিং বাজারের মধ্যে এক কোণে বসে কাতরাচ্ছিলেন ব্যক্তি। দেখে ছুটে আসেননি কেউ। যন্ত্রণাক্লিষ্ট মানুষটির থেকে বরং মুখ ফিরিয়ে নেয় বাজার চলতি মানুষজন।

মানবিক না অমানবিক
প্রতীকী ছবি।
মানবিক না অমানবিক প্রতীকী ছবি।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং বাজারের উপরেই। রাতের অন্ধকারে সেখানে ষাটোর্দ্ধ ওই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে কে বা কারা রেখে যায় রাস্তার উপরেই। স্থানীয় ব্যবসায়ীরা তারপর বিষয়টি দেখেন। অবশেষে খবর দেওয়া হয় পুলিশকে (West Bengal News)। ফোন পেয়ে পুলিশ এসে ওই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে। তারপর ওই ব্যক্তিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ক্যানিং থানার পুলিশ অফিসার সৌরভ গুহের তৎপরতায় আপাতত ওই অসুস্থ ব্যক্তিকে পাঠানো হয়েছে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে।
advertisement
advertisement
আপাতত ওই ব্যক্তির পরিবারের খোঁজ করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধ। এবং সেই কারণেই (West Bengal News) বাড়ির লোকজন এনে রাস্তার উপর রেখে পালিয়ে গিয়েছে। সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। ঠিকমত খাওয়ারও পায়নি বেশ কয়েক দিন। আপাতত পুলিশের তরফ থেকে সমস্ত ব্যবস্থাই করা হয়েছে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য।
advertisement
অনুপ বিশ্বাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: রাস্তায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, দেখেও দেখেনি পথচলতি মানুষ! তারপর? রইল আসল 'মানবিক মুখ'...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement