Home /News /south-bengal /
West Bengal News: রাস্তায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, দেখেও দেখেনি পথচলতি মানুষ! তারপর? রইল আসল 'মানবিক মুখ'...

West Bengal News: রাস্তায় কাতরাচ্ছিলেন বৃদ্ধ, দেখেও দেখেনি পথচলতি মানুষ! তারপর? রইল আসল 'মানবিক মুখ'...

মানবিক না অমানবিক প্রতীকী ছবি।

মানবিক না অমানবিক প্রতীকী ছবি।

West Bengal News: রাতের অন্ধকারে ক্যানিং বাজারের মধ্যে এক কোণে বসে কাতরাচ্ছিলেন ব্যক্তি। দেখে ছুটে আসেননি কেউ। যন্ত্রণাক্লিষ্ট মানুষটির থেকে বরং মুখ ফিরিয়ে নেয় বাজার চলতি মানুষজন।

 • Share this:

  #ক্যানিং: রাতের অন্ধকারে ক্যানিং বাজারের মধ্যে এক কোণে বসে কাতরাচ্ছিলেন এই ব্যক্তি। দেখে ছুটে আসেননি কেউ। যন্ত্রণাক্লিষ্ট মানুষটির থেকে বরং মুখ ফিরিয়ে নেয় বাজার চলতি মানুষজন। অবশেষে পাশে এসে দাঁড়াল পুলিশ। তাঁকে প্রথমে আনা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য (West Bengal News)। কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকের প্রাথমিক ধারণা এই ব্যক্তি ক্যান্সার আক্রান্ত। তাই রাতে দেরি না করে চিকিৎসার জন্য পাঠানো হয় কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই ঘটনাতেই স্থানীয় পুলিশের এক মানবিক ছবি দেখল ক্যানিং শহর।

  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং বাজারের উপরেই। রাতের অন্ধকারে সেখানে ষাটোর্দ্ধ ওই ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে কে বা কারা রেখে যায় রাস্তার উপরেই। স্থানীয় ব্যবসায়ীরা তারপর বিষয়টি দেখেন। অবশেষে খবর দেওয়া হয় পুলিশকে (West Bengal News)। ফোন পেয়ে পুলিশ এসে ওই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে। তারপর ওই ব্যক্তিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ক্যানিং থানার পুলিশ অফিসার সৌরভ গুহের তৎপরতায় আপাতত ওই অসুস্থ ব্যক্তিকে পাঠানো হয়েছে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে।

  আরও পড়ুন : আচমকা Blood Sugar লেভেল বেড়ে গেলে কী করবেন? মাথায় অবশ্যই রাখুন এই কয়েকটি টিপস! বেঁচে যাবেন শুধু বুদ্ধির জোরে!

  আরও পড়ুন : শহরের বাজারে বাজারে পদ্মা-রায়দিঘির ইলিশ! দাম উঠল কত জানেন? এই রইল তালিকা

  আপাতত ওই ব্যক্তির পরিবারের খোঁজ করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন বৃদ্ধ। এবং সেই কারণেই (West Bengal News) বাড়ির লোকজন এনে রাস্তার উপর রেখে পালিয়ে গিয়েছে। সারাদিন রোদ বৃষ্টিতে ভিজে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। ঠিকমত খাওয়ারও পায়নি বেশ কয়েক দিন। আপাতত পুলিশের তরফ থেকে সমস্ত ব্যবস্থাই করা হয়েছে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য।

  অনুপ বিশ্বাস

  Published by:Sanjukta Sarkar
  First published:

  Tags: Cancer, West Bengal news

  পরবর্তী খবর