শোলার মালা ছাড়া কিন্তু লক্ষ্মীপূজো একদমই অসম্পূর্ণ। আর সেই শোলার মালাই আপাতত জোর কদমে তৈরি করতে ব্যস্ত নদিয়ার একাধিক মহিলা কারিগরেরা। এই শোলা সাধারণত হয় জলে অথবা জলাশয় জায়গায়। তবে বৃষ্টি কম হওয়ার কারণে শোলার উৎপাদন কম হয়েছে বলে জানালেন নদিয়ার মহিলা কারিগরেরা। চাহিদার থেকে যোগান কম হওয়ার কারণে শোলার দাম এ বছর তুলনামূলকভাবে অনেকটাই বেশি বলে জানান তারা।
advertisement
আরও পড়ুনঃ দুর্গা পূজার শোভাযাত্রা দেখতে অগণিত মানুষের ভিড় নদিয়ায়
সেই কারণে এ বছর শোলার মালারও দাম বৃদ্ধি পাওয়ার রয়েছে আশঙ্কা। আগে শোলা ওজন দরে কেনা হলেও এখন পিস হিসেবে কিনতে হচ্ছে তাদের। এক কারিগর জানালেন অন্যান্য বারের তুলনায় এবছর প্রায় ৩০০ টাকা বেশি দিয়ে তাদের শোলা কিনতে হচ্ছে। সেই কারণেই নিজেদের লভ্যাংশ রাখতে গিয়ে শোলার মালা তাদেরও বেশি দাম দিয়েই বিক্রি করতে হচ্ছে। যার কারণে এ বছর গৃহস্থের লক্ষ্মী পুজোর বাজেটে গ্যাঁটের কড়ি একটু বেশিই খরচ হবে বলে মনে করা হচ্ছে।
Mainak Debnath