Nadia Durga Puja 2022 II দুর্গা পূজার শোভাযাত্রা দেখতে অগণিত মানুষের ভিড় নদিয়ায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বাংলার দুর্গাপুজো UNESCO-র বিশেষ স্বীকৃতি পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি জেলায় কার্নিভাল আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন। সেইমত শুক্রবার নদিয়াতেও আয়োজিত হল দুর্গাপুজোর কার্নিভাল।
#রানাঘাট : বাংলার দুর্গাপুজো UNESCO-র বিশেষ স্বীকৃতি পাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি জেলায় কার্নিভাল আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন। সেইমত শুক্রবার নদিয়াতেও আয়োজিত হল দুর্গাপুজোর কার্নিভাল। অন্যান্য জেলার মতই নদিয়া জেলার মানুষও প্রথম এই কার্নিভাল দেখল। এই কার্নিভালকে ঘিরে প্রথম থেকেই মানুষের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। কার্নিভাল শুরু হওয়ার আগেই দেখা যায় রাস্তায় উপচে পড়ছে মানুষের ঢল। এদিন বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল নদিয়ার রানাঘাটবাসী। নদিয়ার রানাঘাটে এদিন বিভিন্ন জায়গা থেকে দর্শকদের আসতে দেখা যায়। তাদের চোখে মুখে ছিল দুর্গা পুজো শেষ হওয়ার পরেও না শেষ হওয়ার স্বাদ।
তারা জানিয়েছেন, এর আগে কখনও এইভাবে এমন কার্নিভাল তারা দেখেননি এই প্রথম এমন বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছেন তারা। অন্যদিকে কার্নিভালে অংশগ্রহণ করা পুজো উদ্যোক্তাদের সদস্যরাও জানিয়েছেন এই মুহূর্ত চোখে জল আসার মতই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার সভাধিপতি রিক্তা কুন্ডু এবং মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ছাড়াও ছিলেন জেলার একাধিক নেতৃত্ববৃন্দ।
আরও পড়ুনঃ লক্ষ্মী পুজোর শোলার মালা তৈরি করতে ব্যস্ত মহিলা কারিগরেরা
বিভিন্ন পূজো উদ্যোক্তারা এই কার্নিভালে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপিত করেন। নাচ, গান ইত্যাদি একাধিক সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এই শোভাযাত্রায়। দীর্ঘদিন পরে এ ধরনের বিভিন্ন ক্লাবের বিসর্জনের শোভাযাত্রা দেখতে রাস্তার পাশে ভিড় জমান অগণিত সাধারণ মানুষ। কোনও রকমভাবে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। আশা করা যাচ্ছে পরবর্তী সময়ে এই জেলার এই শোভাযাত্রা আরও বড় আকার নেবে।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
October 08, 2022 7:17 PM IST