বাড়িতেই আবারও অবনতি হলে তাকে রানাঘাট হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পরিবার। কিন্তু যানবাহনের যানজট থাকায় কিশোরীর রাস্তাতেই মৃত্যু হয়। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের হবিবপুর উত্তরপাড়ায়।
আরও পড়ুন: দিঘার এমন অবস্থা ভাবার বাইরে! যেন ফাঁকা মাঠ! মোকার প্রভাব! দেখুন ভিডিও
advertisement
পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী রান্নাঘরে যাচ্ছিল তখনই পায়ে যেন কি একটা কামড় দেয়। শুরু হয় যন্ত্রনা। পরিবার তড়িঘড়ি নিয়ে যায় স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু কিশোরীকে যে বিষধর সাপ কামড় দিয়েছে তা পরিবারের কাছে ছিল অজানা। চিকিৎসকেরাও আন্দাজ করতে পারেনি ওই কিশোরীকে দংশন করেছে বিষধর সাপ।
আরও পড়ুন: পালকে বিষ! এই পাখির কাছে গেলেই মৃত্যু! মানুষ মারার বিষ নিয়ে উড়ছে বিষাক্ত পাখি!
আর যার কারণে অকালে চলে যেতে হল ১৪ বছর বয়সী এক কিশোরীকে। কিশোরীর মৃতদেহ সৎকার করা হয়, তবে এই ঘটনায় এলাকায় যেমন আতঙ্ক সৃষ্টি হয়েছে তেমনই নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে বিষধর সাপ ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য ভিটে মাটি কোদাল দিয়ে খোঁড়া শুরু করে পরিবার, কারণ আতঙ্ক যে পিছু ছাড়ছে না।
আরও পড়ুন: রান্না ঘরেই টাটকা থাকবে কাঁচালঙ্কা! প্রায় দু’মাস ধরে রেখে খাওয়া যাবে! জানতে হবে এই সহজ পদ্ধতি!
প্রসঙ্গত, সামনেই বর্ষাকাল। আর এই বর্ষাকালেএকাধিক সাপের আনাগোনা ঘটে লোকালয়ে। সেই কারণেই চিকিৎসক থেকে বন দফতর সকলেই পরামর্শ দিচ্ছেন বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অন্ধকার স্থানে আলো জ্বালিয়ে চলাফেরা করতে। এবং যেকোনো সাপ দংশন করার সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে।
Mainak Debnath






