Nabadwip Flutist: হৃদি ভেসে যায় বিরহের সুরে, আড়বাঁশিতে ফুঁ দিয়ে প্রেয়সীকে না পাওয়ার কষ্ট ভোলেন নবদ্বীপের বাঁশুরিয়া
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nabadwip Flutist:দীর্ঘ কয়েক বছর ধরে একটি মেয়েকে ভালোবাসতেন তিনি। কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। ভালোবাসার মানুষটি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর গভীর ভাবে মানসিক আঘাত পান তিনি
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: প্রেমের বেদনা থেকে বাঁশির সুরে আশ্রয়, নবদ্বীপের ‘কৃষ্ণ’এর গল্প চোখে জল এনে দেবে সকলের। শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নবদ্বীপ মানেই কীর্তন, নামসংকীর্তন ও বৈষ্ণব আবহ। কিন্তু এই নবদ্বীপেই আজ শোনা যায় এক অন্য সুর— কৃষ্ণের বাঁশির সুর। তবে এই কৃষ্ণ কোনও পৌরাণিক চরিত্র নন, তিনি নবদ্বীপের কুটিরপাড়ার বাসিন্দা কৃষ্ণ সাহা। পেশায় কাঠের মিস্ত্রি হলেও আজ তিনি পরিচিত ‘নবদ্বীপের কৃষ্ণ’ নামেই।
দীর্ঘ কয়েক বছর ধরে একটি মেয়েকে ভালবাসতেন তিনি। কিন্তু সেই প্রেম পূর্ণতা পায়নি। ভালবাসার মানুষটি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর গভীর ভাবে মানসিক আঘাত পান তিনি। সেই ব্যথা, সেই একাকিত্ব থেকেই নাকি জন্ম নেয় বাঁশির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। গত প্রায় দু’বছর ধরে বাঁশির সুরেই নিজেকে ডুবিয়ে রেখেছেন কৃষ্ণ।
তাঁর কাছে রয়েছে মোট চারটি বাঁশি, দুটি আড় বাঁশি, একটি রাখালিয়া বাঁশি এবং একটি মুরলী বাঁশি। আশ্চর্যের বিষয়, কারও কাছ থেকে প্রথাগতভাবে শিক্ষা না নিয়েই তিনি অত্যন্ত সুনিপুণভাবে বাঁশি বাজাতে পারেন। নিজের অনুভূতি, কষ্ট আর ভালবাসাকে সুরে বেঁধেই যেন তিনি নতুনভাবে বাঁচতে শিখেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : আসছে পৌষ অমাবস্যা! বছরের শেষ অমানিশায় মিথুন, ধনু-সহ ৩ রাশির কপালে টাকার জোয়ার! বিয়ের ফুল! নতুন চাকরি! ব্যবসায় তুমুল লাভ!
প্রায়ই গঙ্গার পাড়ে, কখনও আবার যোগনাথতলার নিতাই মন্দির চত্বরে বসে তার বাঁশির সুর ভেসে আসে। সেই সুর শুনে থমকে দাঁড়ান পথচারী, ভক্তরা মুগ্ধ হয়ে শোনেন। অনেকেই বলেন, তার বাঁশির সুরে যেন এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি মেলে। প্রেমের ব্যথাকে শক্তিতে পরিণত করে বাঁশির সুরে নিজেকে খুঁজে পাওয়া এই মানুষটিকেই আজ সবাই আদর করে ডাকেন ‘নবদ্বীপের কৃষ্ণ’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nabadwip,Nadia,West Bengal
First Published :
December 17, 2025 8:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nabadwip Flutist: হৃদি ভেসে যায় বিরহের সুরে, আড়বাঁশিতে ফুঁ দিয়ে প্রেয়সীকে না পাওয়ার কষ্ট ভোলেন নবদ্বীপের বাঁশুরিয়া









