Nadia News: দীর্ঘদিনের ইচ্ছেপূরণ... সরকারি বিদ্যালয়েতে ইংলিশ মিডিয়াম চালু, জানুন ভর্তির প্রক্রিয়া
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
এদিকে শিক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুলের অভিভাবক মহল। তাঁদের মতে, সরকারি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু হলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের পথ আরও সুগম হবে।
রাণাঘাট, নদিয়া: রানাঘাটের নাশরাপাড়া হেমনলিনি গার্লস হাইস্কুলে আগামী নতুন শিক্ষাবর্ষ থেকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন শুরু হতে চলেছে। রাজ্য সরকারের শিক্ষা দফতরের অনুমোদন পাওয়ার পরেই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর ফলে এলাকার বহু ছাত্রী ও অভিভাবকের দীর্ঘদিনের চাহিদা পূরণ হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এই উপলক্ষে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্কুল কর্তৃপক্ষ জানায়, নতুন বছর থেকেই ইংরেজি মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি বিদ্যালয়ে আগের মতোই বাংলা মাধ্যমেও পঠনপাঠন চালু থাকবে। অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের সুবিধা ও পছন্দ অনুযায়ী মাধ্যম নির্বাচন করার সুযোগ পাবে।
স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমানে ইংরেজি মাধ্যম শিক্ষার প্রতি অভিভাবকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। অনেক ক্ষেত্রেই পড়ুয়াদের বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গিয়ে অভিভাবকদের বিপুল অঙ্কের টাকা খরচ করতে হয়। সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ চালু হওয়ায় সেই আর্থিক চাপ অনেকটাই কমবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। আরও জানানো হয়, রাজ্য সরকারের শিক্ষা দফতরের নির্দেশিকা মেনেই পাঠ্যক্রম ও পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষের ব্যবস্থা এবং শিক্ষা সহায়ক উপকরণ ধাপে ধাপে প্রস্তুত করা হবে। যাতে ছাত্রীদের পড়াশোনায় কোনও অসুবিধা না হয়।
advertisement
advertisement
এদিকে শিক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্কুলের অভিভাবক মহল। তাঁদের মতে, সরকারি বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু হলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের পথ আরও সুগম হবে। মোটের উপর, নাশড়াপাড়া হেমনলিনি গার্লস হাইস্কুলের এই নতুন পদক্ষেপ এলাকায় শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন সকলে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 18, 2025 2:04 PM IST





