Poisonous Birds: পালকে বিষ! এই পাখির কাছে গেলেই মৃত্যু! মানুষ মারার বিষ নিয়ে উড়ছে বিষাক্ত পাখি!

Last Updated:
Poisonous Birds: ভুলেও যাবেন না এই পাখির কাছে! শরীরে বিষ নিয়ে ঘুরছে বিষাক্ত পাখি! বিষধর সাপের থেকেও ভয়াবহ!
1/6
বিষাক্ত সাপ হয়। ফল হয়। কিন্তু বিষাক্ত পাখির কথা শুনেছেন কী? বিশ্বাস না হলেও এটাই সত্যি। বহু মানুষ পাখির সন্ধানে নানা জায়গায় গুরছেন। নতুন নতুন পাখি আবিষ্কার করাই তাদের উদ্দেশ্য। তবে এবার যে পাখি পাওয়া গেল তা জানলে ভয় হবে। photo source collected
বিষাক্ত সাপ হয়। ফল হয়। কিন্তু বিষাক্ত পাখির কথা শুনেছেন কী? বিশ্বাস না হলেও এটাই সত্যি। বহু মানুষ পাখির সন্ধানে নানা জায়গায় গুরছেন। নতুন নতুন পাখি আবিষ্কার করাই তাদের উদ্দেশ্য। তবে এবার যে পাখি পাওয়া গেল তা জানলে ভয় হবে। photo source collected
advertisement
2/6
অনেকেই পাখিকে বাড়িতে পোষেন। কেউ কেউ আবার বন্য পাখিকে খাবার দেন। বাড়িতে যাতে পাখি এসে বসে তার জন্য অনেকেই ছাদে জল এবং খাবার রাখেন। তবে এই পাখি যদি ছাদে এসে বসে তাহলে সর্বনাশ। ঘটতে পারে মৃত্যুও। হ্যাঁ এমনটাই দাবি গবেষকদের। photo source collected
অনেকেই পাখিকে বাড়িতে পোষেন। কেউ কেউ আবার বন্য পাখিকে খাবার দেন। বাড়িতে যাতে পাখি এসে বসে তার জন্য অনেকেই ছাদে জল এবং খাবার রাখেন। তবে এই পাখি যদি ছাদে এসে বসে তাহলে সর্বনাশ। ঘটতে পারে মৃত্যুও। হ্যাঁ এমনটাই দাবি গবেষকদের। photo source collected
advertisement
3/6
সম্প্রতি এমনই দুই প্রজাতির সন্ধান পেয়েছেন ডেনমার্কের বিজ্ঞানীরা! তাঁদের দাবি, এই পাখিগুলি আর পাঁচটি সাধারণ পাখির মতো নয় ! এদের শরীরে বিষ রয়েছে। এই পাখির সংস্পর্শে মানুষ এলে ঘটবে মৃত্যু। এই পাখিদের গায়ে আত লেগে গেলেই সঙ্গে সঙ্গে বিষ ছড়াবে মানুষের শরীরে। বিষাক্ত সাপের বিষের থেকেও দ্রুত ছড়াবে বিষ। photo source collected
সম্প্রতি এমনই দুই প্রজাতির সন্ধান পেয়েছেন ডেনমার্কের বিজ্ঞানীরা! তাঁদের দাবি, এই পাখিগুলি আর পাঁচটি সাধারণ পাখির মতো নয় ! এদের শরীরে বিষ রয়েছে। এই পাখির সংস্পর্শে মানুষ এলে ঘটবে মৃত্যু। এই পাখিদের গায়ে আত লেগে গেলেই সঙ্গে সঙ্গে বিষ ছড়াবে মানুষের শরীরে। বিষাক্ত সাপের বিষের থেকেও দ্রুত ছড়াবে বিষ। photo source collected
advertisement
4/6
বিজ্ঞানীদের দাবি, জঙ্গলের বিষাক্ত ফল, খাবার খেয়ে নিজেদের মধ্যে একটা প্রতিরেোধ ক্ষমতা গড়ে তুলেছে এই পাখিরা। সেই বিষের ক্ষমতা সহ্য করাই নয়, নিজেদের মতো করে শরীরে বিষ সঞ্চয় করে এই পাখিরা। আর সেই বিষ পালকে এবং ডানাতেও জমা থাকে। ফলে এই পাখির কাছাকাছি এলেই ঘটতে পারে মৃত্যু। photo source collected
বিজ্ঞানীদের দাবি, জঙ্গলের বিষাক্ত ফল, খাবার খেয়ে নিজেদের মধ্যে একটা প্রতিরেোধ ক্ষমতা গড়ে তুলেছে এই পাখিরা। সেই বিষের ক্ষমতা সহ্য করাই নয়, নিজেদের মতো করে শরীরে বিষ সঞ্চয় করে এই পাখিরা। আর সেই বিষ পালকে এবং ডানাতেও জমা থাকে। ফলে এই পাখির কাছাকাছি এলেই ঘটতে পারে মৃত্যু। photo source collected
advertisement
5/6
এই দুই প্রজাতির পাখি ভারতে পাওয়া যায়নি এখনও পর্যন্ত। ডেনমার্কের বিজ্ঞানীরা এই দুই ঘাতক পাখির সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে উত্তরের দ্বীপ নিউ গিনিতে। নিউ গিনির গভীর অরণ্যে রুফাস-নেপ্‌ড বেলবার্ড বা অ্যালিয়াড্রায়স রুফিনুসা এবং রিজেন্ট হুইস্‌লার বা প্যাশিসেফালা স্কেলেগেলি এই দুই প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে। যারা পালকে জমিয়ে রাখতে পারে বিষ। photo source collected
এই দুই প্রজাতির পাখি ভারতে পাওয়া যায়নি এখনও পর্যন্ত। ডেনমার্কের বিজ্ঞানীরা এই দুই ঘাতক পাখির সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে উত্তরের দ্বীপ নিউ গিনিতে। নিউ গিনির গভীর অরণ্যে রুফাস-নেপ্‌ড বেলবার্ড বা অ্যালিয়াড্রায়স রুফিনুসা এবং রিজেন্ট হুইস্‌লার বা প্যাশিসেফালা স্কেলেগেলি এই দুই প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে। যারা পালকে জমিয়ে রাখতে পারে বিষ। photo source collected
advertisement
6/6
এই পাখিগুলি শরীরে নিউরোটক্সিন সৃষ্টি করে। আর সেই ঘাতক বিষ সঞ্চয় করে পালকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, দক্ষিণ এবং মধ্য আমেরিকায় যে বিষাক্ত ব্যাঙ পাওয়া যায়, সেই ব্যাঙের শরীরে যে ধরনের বিষ থাকে। তবে এই পাখি এখনও ভারতে আসেনি। তবে বিপদের আশঙ্কা থেকেই যায়। photo source collected
এই পাখিগুলি শরীরে নিউরোটক্সিন সৃষ্টি করে। আর সেই ঘাতক বিষ সঞ্চয় করে পালকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, দক্ষিণ এবং মধ্য আমেরিকায় যে বিষাক্ত ব্যাঙ পাওয়া যায়, সেই ব্যাঙের শরীরে যে ধরনের বিষ থাকে। তবে এই পাখি এখনও ভারতে আসেনি। তবে বিপদের আশঙ্কা থেকেই যায়। photo source collected
advertisement
advertisement
advertisement