Poisonous Birds: পালকে বিষ! এই পাখির কাছে গেলেই মৃত্যু! মানুষ মারার বিষ নিয়ে উড়ছে বিষাক্ত পাখি!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Poisonous Birds: ভুলেও যাবেন না এই পাখির কাছে! শরীরে বিষ নিয়ে ঘুরছে বিষাক্ত পাখি! বিষধর সাপের থেকেও ভয়াবহ!
advertisement
advertisement
সম্প্রতি এমনই দুই প্রজাতির সন্ধান পেয়েছেন ডেনমার্কের বিজ্ঞানীরা! তাঁদের দাবি, এই পাখিগুলি আর পাঁচটি সাধারণ পাখির মতো নয় ! এদের শরীরে বিষ রয়েছে। এই পাখির সংস্পর্শে মানুষ এলে ঘটবে মৃত্যু। এই পাখিদের গায়ে আত লেগে গেলেই সঙ্গে সঙ্গে বিষ ছড়াবে মানুষের শরীরে। বিষাক্ত সাপের বিষের থেকেও দ্রুত ছড়াবে বিষ। photo source collected
advertisement
advertisement
এই দুই প্রজাতির পাখি ভারতে পাওয়া যায়নি এখনও পর্যন্ত। ডেনমার্কের বিজ্ঞানীরা এই দুই ঘাতক পাখির সন্ধান পেয়েছেন অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে উত্তরের দ্বীপ নিউ গিনিতে। নিউ গিনির গভীর অরণ্যে রুফাস-নেপ্ড বেলবার্ড বা অ্যালিয়াড্রায়স রুফিনুসা এবং রিজেন্ট হুইস্লার বা প্যাশিসেফালা স্কেলেগেলি এই দুই প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে। যারা পালকে জমিয়ে রাখতে পারে বিষ। photo source collected
advertisement