বলরামপুর ব্লকের পুরোনো পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা বৈষ্ণবী। ছেলেবেলা থেকেই মেধাবী সে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধূলার প্রতিও তাঁর বিরাট আগ্রহ। প্রথমে বলরামপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে সে। পরবর্তীতে সুদূর উত্তরাখণ্ডের একটি বোর্ডিং স্কুলে চলে যায়। বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী বৈষ্ণবী। বোর্ডিং স্কুলে থাকাকালীনই শুরু হয় তাঁর শুটিংয়ের তালিম। ইতিমধ্যেই একাধিকবার রাজ্যস্তরে পদক জিতেছে সে।
advertisement
এবার রাজ্যস্তর পেরিয়ে ভারতীয় দলের হয়ে খেলার ট্রায়াল দেওয়ার জন্য ছাড়পত্র অর্জন করে ও নির্দিষ্ট পয়েন্ট পেয়ে ISSF টাইটেল অর্জন করেছে বৈষ্ণবী। এই বিষয়ে তিনি বলেন, সাব ইউথ ও ইয়ুথ বিভাগে ১০ মিটার পিস্তল শ্যুটিং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করে ভারতীয় দলের জন্য ট্রায়ালের সুযোগ ও আইএসএসএফ টাইটেল পেয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সাফল্যে ভীষণই খুশি পুরুলিয়ার এই ভূমিকন্যা। আগামীদিনে দেশের হয়ে অলিম্পিকে সাফল্য অর্জন করাই তাঁর লক্ষ্য। বৈষ্ণবীর এই সাফল্যে গর্বিত তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে গোটা বলরামপুরবাসী। আগামী দিনে সে জেলার নাম উজ্জ্বল করবে এমনটাই আশা করছেন সকলে।





