Purulia News: বাংলার মাটি থেকে জাতীয় দলের দোরগোড়ায়! পুরুলিয়ার মেয়ের বিরাট সাফল্য, গর্বে বুক ভরছে জেলাবাসীর
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: ৮০০০ জনের মধ্যে পুরুলিয়া থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে এই সাফল্য অর্জন করেছে বৈষ্ণবী। তাঁর এই কৃতিত্বে গর্বিত তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে গোটা বলরামপুরবাসী।
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ পড়াশোনার পাশাপাশি খেলাধূলার দিক থেকেও অনেকখানি এগিয়ে গিয়েছে জঙ্গলমহলে ছেলেমেয়েরা। এবার ৮০০০ জনের মধ্যে পুরুলিয়া থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে আইএফএসএফ (ISSF) টাইটেল অর্জন ও ভারতীয় শুটিং দলের জন্য ট্রায়াল দেওয়ার ছাড়পত্র অর্জন করল পুরুলিয়া প্রত্যন্ত বলরামপুরের মেয়ে বৈষ্ণবী জয়সওয়াল। চলতি মাসের ১১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি ডঃ কর্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত ৬৮-তম ন্যাশনাল শুটিং পিস্তল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় এই সাফল্য অর্জন করেছে সে।
বলরামপুর ব্লকের পুরোনো পোস্ট অফিস মোড় এলাকার বাসিন্দা বৈষ্ণবী। ছেলেবেলা থেকেই মেধাবী সে। তবে পড়াশোনার পাশাপাশি খেলাধূলার প্রতিও তাঁর বিরাট আগ্রহ। প্রথমে বলরামপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে সে। পরবর্তীতে সুদূর উত্তরাখণ্ডের একটি বোর্ডিং স্কুলে চলে যায়। বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী বৈষ্ণবী। বোর্ডিং স্কুলে থাকাকালীনই শুরু হয় তাঁর শুটিংয়ের তালিম। ইতিমধ্যেই একাধিকবার রাজ্যস্তরে পদক জিতেছে সে।
advertisement
আরও পড়ুনঃ ক্লাবঘর-গোয়ালঘর-পার্টি অফিসেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র! কলাতলা-রাস্তার ধারের ছাউনিতে হচ্ছে শিশু-প্রসূতিদের জন্য রান্না, কাটোয়ায় ভয়াবহ ছবি
এবার রাজ্যস্তর পেরিয়ে ভারতীয় দলের হয়ে খেলার ট্রায়াল দেওয়ার জন্য ছাড়পত্র অর্জন করে ও নির্দিষ্ট পয়েন্ট পেয়ে ISSF টাইটেল অর্জন করেছে বৈষ্ণবী। এই বিষয়ে তিনি বলেন, সাব ইউথ ও ইয়ুথ বিভাগে ১০ মিটার পিস্তল শ্যুটিং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করে ভারতীয় দলের জন্য ট্রায়ালের সুযোগ ও আইএসএসএফ টাইটেল পেয়েছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সাফল্যে ভীষণই খুশি পুরুলিয়ার এই ভূমিকন্যা। আগামীদিনে দেশের হয়ে অলিম্পিকে সাফল্য অর্জন করাই তাঁর লক্ষ্য। বৈষ্ণবীর এই সাফল্যে গর্বিত তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে গোটা বলরামপুরবাসী। আগামী দিনে সে জেলার নাম উজ্জ্বল করবে এমনটাই আশা করছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
December 18, 2025 5:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বাংলার মাটি থেকে জাতীয় দলের দোরগোড়ায়! পুরুলিয়ার মেয়ের বিরাট সাফল্য, গর্বে বুক ভরছে জেলাবাসীর








