পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির এক বন্ধু তক্ষক কেনাবেচার অবৈধ কারবার করতেন। হাঁটরার বাসিন্দা ঔরঙ্গজেব সেখের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। বুধবার বিকালে ওই ব্যক্তি দলবল নিয়ে ঔরঙ্গজেবের কাছে পাওনা টাকা চাইতে এসেছিলেন। সেই সময় তারা বিবাদে জড়িয়ে পড়েন।
আরও পড়ুনঃ বাঘের পর এবার লোকালয়ে ‘দানব’ কুমির! জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন
advertisement
অভিযোগ বিবাদের সময় ঔরঙ্গজেব ওই ব্যক্তিকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায়। গুলি ওই ব্যক্তির বাঁ হাত ছুঁয়ে বেরিয়ে যায়। কোনও মতে পালিয়ে নিজের প্রাণ বাঁচান ওই ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে তাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্তের খোঁজে তল্লাশির পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, পাওনা টাকা নিয়ে এর আগেও একাধিকবার গণ্ডগোল দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। অনেক সময় এই পাওনা টাকার জন্য খুন পর্যন্ত হতে হয়েছে। সেই সমস্ত ঘটনাই উঠে এসেছে সংবাদের শিরোনামে।






