Sundarbans News: বাঘের পর এবার লোকালয়ে 'দানব' কুমির! জোড়া আতঙ্কে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবন

Last Updated:
South 24 Parganas: পাথরপ্রতিমার কে-প্লটের হাজার বিঘেতে বাঘের পর এবার কুমির আতঙ্ক। নদী চড়ে কুমির দর্শন সুন্দরবনের পর্যটকদের জন্য মনোরম দৃশ্য হলেও গ্রামবাসীদের জন্য বেজায় আতঙ্কের।
1/5
 পাথরপ্রতিমার কে-প্লটের হাজার বিঘেতে বাঘের পর এবার কুমির আতঙ্ক। যার ফলে সতর্ক গ্রামবাসীরা। এর আগে বাঘ আসায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। নতুন করে কুমির আসায় আরও সাবধান হলেন গ্রামবাসী। (ছবি ও তথ্য: নবাব মল্লিক) 
পাথরপ্রতিমার কে-প্লটের হাজার বিঘেতে বাঘের পর এবার কুমির আতঙ্ক। যার ফলে সতর্ক গ্রামবাসীরা। এর আগে বাঘ আসায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। নতুন করে কুমির আসায় আরও সাবধান হলেন গ্রামবাসী। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
শীতকালে কুমির এমনিতেই বাইরে বেরিয়ে আসে। রোদ পোহাতে তারা বাইরে বের হয়‌। কিন্তু এবার এলাকায় কিছুদিন আগেই হাজার বিঘেতে বাঘ এসেছিল। ফলে নতুন করে কুমির আসায় কিছুটা আতঙ্কিত সকলেই।
শীতকালে কুমির এমনিতেই বাইরে বেরিয়ে আসে। রোদ পোহাতে তারা বাইরে বের হয়‌। কিন্তু এবার এলাকায় কিছুদিন আগেই হাজার বিঘেতে বাঘ এসেছিল। ফলে নতুন করে কুমির আসায় কিছুটা আতঙ্কিত সকলেই।
advertisement
3/5
কুমির দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন সকলেই। অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। সকলের মতো কুমির দেখে মৃন্ময় সামন্ত নামের এক স্থানীয় বাসিন্দাও ক্যামেরাবন্দি করেছেন। তিনিও বিষয়টি নিয়ে চিন্তিত।
কুমির দেখতে পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন সকলেই। অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। সকলের মতো কুমির দেখে মৃন্ময় সামন্ত নামের এক স্থানীয় বাসিন্দাও ক্যামেরাবন্দি করেছেন। তিনিও বিষয়টি নিয়ে চিন্তিত।
advertisement
4/5
যদিও সুন্দরবনে আগত পর্যটকদের জন্য এই খবরটি খুশির খবর হতে পারে। কারণ কুমির যদি এভাবে লোকালয় সংলগ্ন এলাকায় আসতে থাকে। তাহলে বোট থেকেও এই দৃশ্য দেখা যাবে।
যদিও সুন্দরবনে আগত পর্যটকদের জন্য এই খবরটি খুশির খবর হতে পারে। কারণ কুমির যদি এভাবে লোকালয় সংলগ্ন এলাকায় আসতে থাকে। তাহলে বোট থেকেও এই দৃশ্য দেখা যাবে।
advertisement
5/5
যদিও গ্রামবাসীদের মন থেকে বাঘের আতঙ্ক এখনও যায়নি। তারা নতুন করে কুমির দেখায় সিঁদুরে মেঘ দেখছেন। প্রাশাসনিক বিভিন্ন জায়গায় বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের। এখন দেখার কি হয় সেখানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
যদিও গ্রামবাসীদের মন থেকে বাঘের আতঙ্ক এখনও যায়নি। তারা নতুন করে কুমির দেখায় সিঁদুরে মেঘ দেখছেন। প্রাশাসনিক বিভিন্ন জায়গায় বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের। এখন দেখার কি হয় সেখানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement