একাধিকবার প্রশাসনের তরফ থেকে সতর্কমূলক বার্তা ও অভিযান চালানোর পরেও এখনও বাজার হাটে দেখা যায় বেশ কিছু ক্রেতা এবং বিক্রেতা প্রশাসনের অগোচরে প্লাস্টিক আদান-প্রদান করছেন। সেই কারণে শুক্রবার সকালে রানাঘাট পৌরসভার উদ্যোগে রানাঘাট রথতলা বাজারে একটি অভিযান চালানো হয়।
আরও পড়ুনঃ ভয়ঙ্কর কাণ্ড! হাসপাতালের বেড ভেঙে পড়ে গেল মা ও সদ্যোজাত!
advertisement
যে সমস্ত ক্রেতা ও বিক্রেতা প্লাস্টিক ব্যবহার করছে তাদের নিষেধ করা হয় এবং বেশ কিছু বিক্রেতাদের ফাইন পর্যন্ত করা হয় বলে জানালেন রানাঘাট পৌরসভার আধিকারিক। কিছু বিক্রেতাদের শেষবারের মতো সতর্ক করা হয় যাতে তারা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করেন।
আরও পড়ুনঃ ২০টি ফলন্ত গাছ কেটে ফেলা হল পর পর! নির্বিকার বন দফতর
প্লাস্টিকের বিরুদ্ধে এখানে অভিযানে খুশি পরিবেশবিদরা তারা জানান প্রশাসনের সতর্ক মূলক অভিযানের ফলে প্লাস্টিকের ব্যবহার কম হবে এবং ভবিষ্যতে পৃথিবীর বাস্তুতন্ত্রের ভারসাম্য সঠিক পরিমাণে বজায় থাকবে।
Mainak Debnath