TRENDING:

Nadia News: ভোররাতে শান্তিপুরে পরপর দুটি কালী মূর্তির গয়না চুরি!

Last Updated:

নদিয়ার শান্তিপুর কদমপুরে ভোর রাতে পাশাপাশি দুটি কালী প্রতিমার আনুমানিক ৭০ ভরির রূপোর গহনা চুরি। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর পূর্ব পাড়া এবং নিমতলা পাড়ায় মঙ্গলবার রাত্রে প্রায় একই সময়ের মধ্যে ঘটে গেল দুটি অস্বাভাবিক চুরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শান্তিপুর : নদিয়ার শান্তিপুর কদমপুরে ভোর রাতে পাশাপাশি দুটি কালী প্রতিমার আনুমানিক ৭০ ভরির রূপোর গহনা চুরি। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর পূর্ব পাড়া এবং নিমতলা পাড়ায় মঙ্গলবার রাত্রে প্রায় একই সময়ের মধ্যে ঘটে গেল দুটি অস্বাভাবিক চুরি। কদমপুর পূর্ব পাড়া হুংকার কালীমাতা এ বছর ২২ বছরে পদার্পণ করেছে। মঙ্গলবার পাহারায় পুজো কমিটির দুই সদস্য থাকলেও তারা ভোর তিনটে নাগাদ ঘুমিয়ে পড়ে, আর তখনই মায়ের গা থেকে সমস্ত রূপোর গহনা আনুমানিক ৩৫ ভরির কাছাকাছি নিয়ে পালায় দুষ্কৃতীরা।
advertisement

একই এলাকায় পার্শ্ববর্তী পাড়ায় কদমপুর নিমতলা আদি ভয়ংকরী মাতা এবছর ৩৪ বছরে পদার্পণ করেছে। সেখানে নির্দিষ্ট কোনও পাহারাদারের ব্যবস্থা না থাকলেও রাত প্রায় আড়াইটা পর্যন্ত সদস্যরা লক্ষ্য রেখেছিলেন। এরপর মায়ের মুকুট এবং দু একটি গহনা হাতে নাগাল পাওয়ার কারণেই হয়তো চুরি করতে পারেনি দুস্কৃতীরা। বাকি ঝোলানো লম্বা হার এবং অন্যান্য গহনা মা কিছু ছিল সব নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। উদ্যোক্তাদের অনুমান আনুমানিক ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের বিভিন্ন গহনা চুরি যায়।

advertisement

আরও পড়ুনঃ মদ খেয়ে গালিগালাজ! প্রতিবাদ করায় এলোপাথাড়ি কোপ যুবককে

দুটি পুজোর ক্ষেত্রেই এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করার কথা ছিল তবে চুরির ঘটনার কারণেই মঙ্গলবার বিসর্জন হয়নি। ঘটনাস্থল খতিয়ে দেখে আর শান্তিপুর থানার পুলিশ দুটি পুজো মন্ডপেই। তবে আশেপাশে সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে রহস্য উদঘাটন খুব একটা সহজসাধ্য নয় বলেই মনে করা হচ্ছে। তবুও পুলিশ প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিকে এলাকার দুটি দুঃসাহসের চুরির কারণে আলোর পুজোয় শোকের ছায়া নেমে এসেছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ভোররাতে শান্তিপুরে পরপর দুটি কালী মূর্তির গয়না চুরি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল