একই এলাকায় পার্শ্ববর্তী পাড়ায় কদমপুর নিমতলা আদি ভয়ংকরী মাতা এবছর ৩৪ বছরে পদার্পণ করেছে। সেখানে নির্দিষ্ট কোনও পাহারাদারের ব্যবস্থা না থাকলেও রাত প্রায় আড়াইটা পর্যন্ত সদস্যরা লক্ষ্য রেখেছিলেন। এরপর মায়ের মুকুট এবং দু একটি গহনা হাতে নাগাল পাওয়ার কারণেই হয়তো চুরি করতে পারেনি দুস্কৃতীরা। বাকি ঝোলানো লম্বা হার এবং অন্যান্য গহনা মা কিছু ছিল সব নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। উদ্যোক্তাদের অনুমান আনুমানিক ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের বিভিন্ন গহনা চুরি যায়।
advertisement
আরও পড়ুনঃ মদ খেয়ে গালিগালাজ! প্রতিবাদ করায় এলোপাথাড়ি কোপ যুবককে
দুটি পুজোর ক্ষেত্রেই এদিন শোভাযাত্রায় অংশগ্রহণ করার কথা ছিল তবে চুরির ঘটনার কারণেই মঙ্গলবার বিসর্জন হয়নি। ঘটনাস্থল খতিয়ে দেখে আর শান্তিপুর থানার পুলিশ দুটি পুজো মন্ডপেই। তবে আশেপাশে সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে রহস্য উদঘাটন খুব একটা সহজসাধ্য নয় বলেই মনে করা হচ্ছে। তবুও পুলিশ প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিকে এলাকার দুটি দুঃসাহসের চুরির কারণে আলোর পুজোয় শোকের ছায়া নেমে এসেছে।
Mainak Debnath