Nadia News: মদ খেয়ে গালিগালাজ! প্রতিবাদ করায় এলোপাথাড়ি কোপ যুবককে

Last Updated:

মদ খেয়ে গালিগালাজ করার প্রতিবাদ করায় এক যুবককে এলোপাথারি কোপ রানাঘাটে। সূত্রের খবর রানাঘাট থানার অন্তর্গত বেলঘড়িয়া এলাকার বাসিন্দা অরবিন্দু দে প্রায় দিনই মদ খেয়ে এসে গালিগালাজ করত বলে অভিযোগ।

+
জখম

জখম ব্যক্তি চিকিৎসাধীন হাসপাতালে

#রানাঘাট : মদ খেয়ে গালিগালাজ করার প্রতিবাদ করায় এক যুবককে এলোপাথারি কোপ রানাঘাটে। সূত্রের খবর রানাঘাট থানার অন্তর্গত বেলঘড়িয়া এলাকার বাসিন্দা অরবিন্দু দে প্রায় দিনই মদ খেয়ে এসে গালিগালাজ করত বলে অভিযোগ। জানা যায় প্রতিবেশী সুধির আর্য এর প্রতিবাদ করে। এরপরেই তখন কিছু না বললেও সুধীর আর্য যখন কাজ সেরে রাত্রি ১১:৩০ নাগাদ বাড়ি ফেরেন তখন পূর্ববর্তী রাগের বশে অতর্কিতে সুধীর বাবুর ওপরে হামলা করে। সুধীরবাবুর অভিযোগ পেছন থেকে অতর্কিত হামলা করায় প্রথমে বুঝতে পারেননি। কাঁচের বোতল দিয়ে প্রথমেই মাথায় সজোরে আঘাত করে। আঘাতের ফলে মাথায় গভীর ক্ষত হয়ে যায়, এবং লাগাতার রক্তপাত হতে শুরু করে।
সুদীপবাবু মাথা ধরে বসে পড়লে এরপর ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে লাগাতার শরীরে কোপাতে থাকে অভিযুক্ত অরবিন্দু দে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সুধীর বাবু। এরপরেই সুধীর বাবুর বাড়ির সদস্যেরা দেখতে পায় এবং চেঁচামেচি শুরু করলে অভিযুক্ত অরবিন্দ দে পালিয়ে যায় ঘটনাস্থল ছেড়ে। সুধির বাবুর দাদা সমীর আর্য এর পরেই গুরুতর জখম অবস্থায় তাকে ভর্তি করে রানাঘাট মহাকুমা হাসপাতালে।
advertisement
advertisement
প্রায় ৫০ টি সেলাই পড়ে জখম সুধীরবাবুর সারা শরীরে। বর্তমানে রানাঘাট মহাকুমা হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এর পরেই অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় রানাঘাট থানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আটক করে অভিযুক্ত অরবিন্দ দে কে। মঙ্গলবার অভিযুক্তকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয় বলে প্রশাসনিক সূত্রে খবর।
advertisement
 
 
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মদ খেয়ে গালিগালাজ! প্রতিবাদ করায় এলোপাথাড়ি কোপ যুবককে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement