TRENDING:

Nadia News: বিসর্জনের সঙ্গে সঙ্গেই হাইড্রার সাহায্যে তুলে ফেলা হল প্রতিমার কাঠামো

Last Updated:

জলঙ্গি দূষণ রোধ করতে অত্যাধুনিক হাইড্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের পর তা তুলে ফেলা হল কৃষ্ণনগর বিসর্জন ঘাটে। জানা যায় এ বছর বিশ্বকর্মা পুজোর আগেই কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান ও একাধিক আধিকারিকদের সঙ্গে প্রতিমা নিরঞ্জন বিষয়ক বেশ কিছু আলোচনা হয়েছিল সেভ জলঙ্গির প্রতিনিধিদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কৃষ্ণনগর : জলঙ্গি দূষণ রোধ করতে অত্যাধুনিক হাইড্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের পর তা তুলে ফেলা হল কৃষ্ণনগর বিসর্জন ঘাটে। জানা যায় এ বছর বিশ্বকর্মা পুজোর আগেই কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান ও একাধিক আধিকারিকদের সঙ্গে প্রতিমা নিরঞ্জন বিষয়ক বেশ কিছু আলোচনা হয়েছিল সেভ জলঙ্গির প্রতিনিধিদের। ওই আলোচনায় ঠিক করা হয়েছিল যে কোনও প্রতিমা গঙ্গায় বিসর্জনের পরপরই তার অবশিষ্ট কাঠামো পৌরসভার কর্মীরা তুলে ফেলবে। এর ফলে গঙ্গার জলদূষণ অনেকটাই রোধ করা সম্ভব হবে। ঠিক সেই মতো বিশ্বকর্মা পূজোর সময় থেকেই প্রতিমার কাঠামো পৌরসভার কর্মী দ্বারা তুলে ফেলা হয়।
advertisement

তবে দুর্গা, কালী এবং জগদ্ধাত্রী প্রতিমার কাঠামো অত্যধিক বড় হওয়ার কারণে অত্যাধুনিক ক্রেন বা হাইড্রার সাহায্যে তা তোলার ব্যবস্থা করা হয়। ট্রেনের থেকে হাইড্রার এক্ষেত্রে ব্যবহার উপযোগী, তার কারণ প্রতিমার কাঠামো তুলে তা দূরে সরিয়ে রাখতে পারবে সহজেই। জানা যায় কৃষ্ণনগর বিসর্জন ঘাটে পাড়ের কাছে নাব্যতা কম হওয়ায় ট্রেনে করে বিসর্জন প্রক্রিয়া চালানো এই মুহূর্তে অসুবিধাজনক।

advertisement

আরও পড়ুনঃ দুর্গা পূজার শোভাযাত্রা দেখতে অগণিত মানুষের ভিড় নদিয়ায়

আর জগধাত্রী পুজোর সময় জল আরও কমে যায় পাড়ের কাছে। তাই ঠিক হয়েছিল নিরঞ্জনের পরপরই যেভাবেই হোক প্রতিমার কাঠামো তুলে ফেলবে পৌরসভা। সেই কারণে এবার দুর্গা প্রতিমা নিরঞ্জনের পরপরই হাইড্রা নামিয়ে অতি দ্রুততার সঙ্গেই কাঠামো তুলল কৃষ্ণনগর পৌরসভা। এবার দুর্গা প্রতিমা নিরঞ্জনেই হাইড্রা নামিয়ে অতি দ্রুততার সঙ্গে কাঠামো তুলল কৃষ্ণনগর পৌরসভা। এই উদ্যোগের সঙ্গে ছিল কৃষ্ণনগরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সেভ জলঙ্গির আধিকারিকেরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বিসর্জনের সঙ্গে সঙ্গেই হাইড্রার সাহায্যে তুলে ফেলা হল প্রতিমার কাঠামো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল