তবে দুর্গা, কালী এবং জগদ্ধাত্রী প্রতিমার কাঠামো অত্যধিক বড় হওয়ার কারণে অত্যাধুনিক ক্রেন বা হাইড্রার সাহায্যে তা তোলার ব্যবস্থা করা হয়। ট্রেনের থেকে হাইড্রার এক্ষেত্রে ব্যবহার উপযোগী, তার কারণ প্রতিমার কাঠামো তুলে তা দূরে সরিয়ে রাখতে পারবে সহজেই। জানা যায় কৃষ্ণনগর বিসর্জন ঘাটে পাড়ের কাছে নাব্যতা কম হওয়ায় ট্রেনে করে বিসর্জন প্রক্রিয়া চালানো এই মুহূর্তে অসুবিধাজনক।
advertisement
আরও পড়ুনঃ দুর্গা পূজার শোভাযাত্রা দেখতে অগণিত মানুষের ভিড় নদিয়ায়
আর জগধাত্রী পুজোর সময় জল আরও কমে যায় পাড়ের কাছে। তাই ঠিক হয়েছিল নিরঞ্জনের পরপরই যেভাবেই হোক প্রতিমার কাঠামো তুলে ফেলবে পৌরসভা। সেই কারণে এবার দুর্গা প্রতিমা নিরঞ্জনের পরপরই হাইড্রা নামিয়ে অতি দ্রুততার সঙ্গেই কাঠামো তুলল কৃষ্ণনগর পৌরসভা। এবার দুর্গা প্রতিমা নিরঞ্জনেই হাইড্রা নামিয়ে অতি দ্রুততার সঙ্গে কাঠামো তুলল কৃষ্ণনগর পৌরসভা। এই উদ্যোগের সঙ্গে ছিল কৃষ্ণনগরের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সেভ জলঙ্গির আধিকারিকেরা।
Mainak Debnath