আরও পড়ুন: লাভের আশায় ধান ছেড়ে তরমুজ চাষ
জানা গিয়েছে, ওই স্কুলের মধ্যেই ছিল গাছটি। গত কয়েক বছর ধরে সেটি বিপজ্জনক অবস্থায় অবস্থান করছিল। কিন্তু এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বা প্রশাসন কেউ কোনও ব্যবস্থা নেয়নি। শুক্রবার স্কুল চলাকালীন হঠাৎই ওই গাছের একটি মোটা ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তার পাশেই ছিল বিদ্যুতের খুঁটি। ডালটি তারের উপরে পড়ায় তার ছিঁড়ে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। একটুর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে ছাত্রীরা বেঁচে যাওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছে সকলে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শান্তিপুরে।
advertisement
এই দুর্ঘটনার জন্য বন দফতরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্কুলের প্রধান শিক্ষিকা। তিনি জানিয়েছেন, বছরখানেক আগেই গাছটি কেটে ফেলার জন্য বন দফতরকে চিঠি লিখেছিলেন। কিন্তু তারা কোনও গা করেনি। এদিকে স্কুল কর্তৃপক্ষ নিজে থেকে গাছটি কাটলে তা আইন ভঙ্গ হতো।
মৈনাক দেবনাথ