এসে গেল মরশুমের প্রথম ইলিশ

এসে গেল মরশুমের প্রথম ইলিশ

ঝঁপিয়ে বৃষ্টি এল না ঠিকই, তবে চলে এল ইলিশ৷ এবার অপেক্ষা ভোজনরসিক বাঙালির পাতে পড়ার

দিঘায় উঠল মরশুমের প্রথম ইলিশ

দাম যদিও পিলে চমকে দেওয়ার মতো, হাজারের ওপর

সংখ্যায় খুবই কম ইলিশ উঠল জালে 

৬১ দিনের ব্যান পিরিয়ড শেষে ইলিশ তুলতে বেরিয়েছিল প্রায় ৩ হাজার লঞ্চ-ট্রলার, তাতেই ধরা দিল রুপোলি মাছ

পরপর কয়েক বছর দিঘায় ইলিশের খরা। তবে এই মরশুমে ইলিশের খরা কাটবে, আশাবাদী মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা 

ইলিশের ঝাঁক জালে ওঠে বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে। সেই আবহাওয়া এখনও তৈরি হয়নি দিঘায়

দ্রুত আবহাওয়া অনুকূল হলেই ইলিশ উঠতে থাকবে জাল৷ সেই সঙ্গে বাজারে দাম কমার একটা অনুকূল পরিবেশও তৈরি হবে, মত মৎস্যজীবীদের 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন

এছাড়াও, ল্যাপটপের ব্যাটারি এবং চার্জার পরীক্ষা করা যেতে পারে, হার্ডওয়্যার উপাদানগুলিও পরীক্ষা করা যেতে পারে।