দিন কয়েক আগে রানাঘাট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জমা পড়েছিল, হাসপাতাল চত্বর এমনকি রোগীর বেড ও পানীয় জলের কলের উপরেও অবাধে ঘুরে বেড়াচ্ছে মার্জারকুল। হাসপাতালে আসা রোগী এবং রোগীর আত্মীয় পরিজনেরা সকলেই সেই বিড়াল থেকে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন।
আরও পড়ুন: আফগানিস্তানের শুকনো ফলে মজেছে শিলিগুড়ি
advertisement
বিড়ালের উৎপাতের এই অভিযোগ পেয়েই পদক্ষেপ করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারীর নেতৃত্বে বিড়াল দমন অভিযান শুরু হয়। সুপার জানান, বিড়ালের উৎপাতের খবর পেয়েই তাঁরা বেশকিছু এনজিওর সঙ্গে যোগাযোগ করেন। তাদের তত্ত্বাবধানেই বিড়ালগুলিকে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে দূরের এলাকায় ছেড়ে দেওয়া হয়। এর ফলে রানাঘাট মহাকুমা হাসপাতাল বিড়ালের উপদ্রব থেকে আপাতত রেহাই পেল বলা যায়।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 8:41 PM IST