এদিন এক বেসরকারি হাসপাতালের উদ্যোগে তারা আয়োজন করলেন বিনামূল্যে একাধিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের এছাড়াও প্রায় ৪৫ জন স্বেচ্ছাসেবী রক্তদাতা এদিন রক্ত দান করলেন দশভুজার রক্তদান শিবিরে। উপস্থিত ছিলেন রানাঘাট থানার ভারপ্রাপ্ত আইসি ছাড়াও একাধিক সম্মানীয় ব্যক্তিরা।। দু’হাতে একাধিক কাজ সামলালেও গৃহবধূদের বলা হয় দশভূজা। তার কারণ বাড়ির এবং বাইরের সংসারের একাধিক কাজকর্ম সুনিপুণভাবে সামলানো একজন গৃহবধুরই সম্ভব। সেই কারণে নদিয়ার পায়রাডাঙ্গার সম্পূর্ণ গৃহবধূদের পরিচালিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের নাম দশভূজা।
advertisement
আরও পড়ুনঃ একটু বৃষ্টিতেই দাঁড়িয়ে যায় জল! বাজারে সমস্যায় ক্রেতা বিক্রেতারা
নামের সঙ্গে কাজেরও রয়েছে সাদৃশ্য। প্রত্যেকেই বাড়ির কাজ সামলে তারপর নিজেকে সমাজসেবামূলক কাজে নিযুক্ত করেছেন বলেই তারা নিজেদেরকে বলেন দশভুজা। স্বাভাবিকভাবেই গৃহবধূদের এই উদ্যোগে খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। এখনকার গৃহবধূরা শুধুমাত্র বাড়ির কাজেই যে থেমে নেই, বাড়ির কাজের পাশাপাশি তারা সামাজিক কাজেও নিজেকে নিযুক্ত করেছেন তা দেখে খুশি সকলেই।
Mainak Debnath