TRENDING:

Nadia News: কম্পিউটার সেন্টারের আড়ালে আর্থিক প্রতারণা! অবশেষে সিআইডির হাতে গ্রেফতার

Last Updated:

স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে চলত আর্থিক প্রতারণা। ব্যাঙ্কে লোন পাইয়ে দেওয়ার নাম করে চলত প্রতারণা। ঘটনাটি কল্যাণীর বি ব্লকে। সিআইডির হানায় সামনে এসেছে আলোর দিশার অন্দরে, অন্ধকারময় সেই ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া : স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে চলত আর্থিক প্রতারণা। ব্যাঙ্কে লোন পাইয়ে দেওয়ার নাম করে চলত প্রতারণা। ঘটনাটি কল্যাণীর বি ব্লকে। সিআইডির হানায় সামনে এসেছে আলোর দিশার অন্দরে, অন্ধকারময় সেই ছবি। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে শহর কল্যাণীর বি ব্লকে, বি-৭/৩১৭ নম্বর বাড়িতে। সূত্র মারফত জানা যায় শহরের অভিজাত অঞ্চলে বাড়ি ভাড়া নিয়ে গড়ে উঠেছিল আলোর দিশা নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যার সভাপতি সুব্রত সরকার এবং সম্পাদক সৌমিতা দে। যাঁরা আবার স্বামী-স্ত্রীও বটে। সেই আলোর দিশা-র নিচেই জমে রয়েছে অন্ধকার!
advertisement

সিআইডি-র হানায় সামনে এসেছে আলোর দিশা-র অন্দরে অন্ধকারময় সেই ছবি। জানা গিয়েছে, আলোর দিশা-র আড়ালে চলতো আর্থিক নানা কেলেঙ্কারি ও প্রতারণা। মূলত, ব্যাঙ্কের লোন পাইয়ে দেওয়ার নাম করেই চলতো এই প্রতারণা। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পেয়ে বুধবার, ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে তিনটে নাগাদ সিআইডি-র ১৭-১৮ জনের প্রতিনিধি দল ও গোয়েন্দা পুলিশ ঘিরে ফেলে বাড়িটি।

advertisement

সূত্রের খবর, বাড়িতে মিলেছে বেশ কিছু ব্যাঙ্কের রাবার স্ট্যাম্প, লোনের জন্য আবেদনপত্র ও অন্যান্য সরঞ্জাম। ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশবাহিনী। সিআইডি সূত্রে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের সভাপতি সুব্রত সরকার এবং সম্পাদক সৌমিতা দে-কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে সাতজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি ল্যাপটপ। মিলেছে বিভিন্ন ব্যাঙ্কের ৭০টি পাশবই।

advertisement

আরও পড়ুনঃ এটি নদী নাকি স্কুলের রাস্তা! হিমসিম খেতে হচ্ছে ছাত্রছাত্রীদের

View More

প্রসঙ্গত, এই আলোর দিশা-য় সপ্তাহে তিনদিন বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণও দেওয়া হতো। ছিল বিনামূল্যে দুঃস্থদের টিউশন দেওয়া, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থা, অঙ্কন শিক্ষা থেকে শুরু করে নানাবিধ কর্মকাণ্ড। দস্তুরমতো লিফলেট ছেপে তা প্রচারও করা হত। তাঁদের একটি বিলাসবহুল গাড়িও রয়েছে, যাতে রাজ্য সরকারের স্টিকার লাগানো আছে।স্বভাবতই সেই প্রতিষ্ঠানে ছিল বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির আনাগোনাও।

advertisement

আরও পড়ুনঃ অভাবনীয়! গাছের উপর ঘর বানিয়ে ১৭ বছর ধরে রয়েছেন নবদ্বীপের এই সাধু!

সেইসব ব্যক্তিত্বদের সঙ্গে প্রতিষ্ঠানের ছবি তুলে তা আপলোড করা হতো সংস্থার নিজস্ব ওয়েবসাইটে। তাই মানুষের বিশ্বাস অর্জনে বেশি সময় লাগেনি। বছর দুয়েকের মধ্যেই ফুলেফেঁপে ওঠে আলোর দিশা। অভিযোগ পাওয়ার পর প্রায় মাসখানেক ধরে ওই বাড়িরই উল্টো দিকের একটি বাড়ি ভাড়া নিয়ে ফাঁদ পেতে ছিলেন সিআইডির আধিকারিক। যার জেরে বুধবার দুপুরে পর্দা ফাঁস হয় স্বেচ্ছাসেবীর আড়ালে চলা আর্থিক প্রতারণার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কম্পিউটার সেন্টারের আড়ালে আর্থিক প্রতারণা! অবশেষে সিআইডির হাতে গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল