Nadia News: এটি নদী নাকি স্কুলের রাস্তা! হিমসিম খেতে হচ্ছে ছাত্রছাত্রীদের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জেলায় লাগাতার বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় জমে যাচ্ছে জল। ঠিক তেমনই বিভিন্ন রাস্তা খারাপ থাকার কারণে জমা জল গিয়ে রাস্তার গর্তে ঢুকছে। স্কুলে ঢোকার মুখে জল, ছাত্র-ছাত্রীরা যেতে পারছে না।
#নদিয়া : জেলায় লাগাতার বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় জমে যাচ্ছে জল। ঠিক তেমনই বিভিন্ন রাস্তা খারাপ থাকার কারণে জমা জল গিয়ে রাস্তার গর্তে ঢুকছে। স্কুলে ঢোকার মুখে জল, ছাত্র-ছাত্রীরা যেতে পারছে না। স্কুলে অভিযোগ করা হলেও স্কুল কর্তৃপক্ষ সহ পঞ্চায়েত সকলেই উদাসীন। স্কুলে ঢোকার মুখেই জমেছে জল, আর সেই জল দিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। স্কুল থেকে শুরু করে পঞ্চায়েত সকলেই উদাসীন। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছেন, এদিকে বিপাকে পড়েছে পড়ুয়ারা। বৈদ্যপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ প্রাইমারি এবং হাই স্কুল মিলিয়ে প্রায় এক হাজারের উপরে ছাত্র-ছাত্রী প্রতিদিন এই স্কুলে আসে।
ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের একটাই মাধ্যম বৈদ্যপুর প্রাইমারি ও হাইস্কুল। পাশাপাশি ওই রাস্তা দিয়েই প্রচুর মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই স্কুলে ঢোকার মুখে রাস্তার বেশ খানিকটা অংশ জলে ভরে থাকে। সামান্য বৃষ্টি হোক বা ভারি বর্ষণ সবেতেই একই অবস্থা। স্কুল কর্তৃপক্ষ পঞ্চায়েত প্রধানকে বারবার জানিয়েও কোনরকম কোন ব্যবস্থা নেয়নি।
advertisement
advertisement
অন্যদিকে পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজনৈতিক কারণে ওই রাস্তা হয়নি। ইতিমধ্যে তাদের পঞ্চায়েতের শিডিউলে রয়েছে অবিলম্বে সেই রাস্তা তৈরি করা হবে। অভিভাবকরা জানান, জমা জল থাকার কারণে প্রচুর ছাত্র ছাত্রী স্কুলে আসতে পারছে না পাশাপাশি শিক্ষিকারা স্কুলে ঢোকার মুখে জল জমে থাকায় তারাও সমস্যায় পড়েছেন।
advertisement
আরও পড়ুনঃ অভাবনীয়! গাছের উপর ঘর বানিয়ে ১৭ বছর ধরে রয়েছেন নবদ্বীপের এই সাধু!
কিন্তু দীর্ঘদিন এই সমস্যা চলার পরও বারবার অভিযোগ করলেও পঞ্চায়েত বা স্কুল কর্তৃপক্ষ কারো কোন হেলদোল নেই। ছাত্র-ছাত্রীদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে এটা দীর্ঘদিনের সমস্যা। স্কুলের সামনের গেটে জল জমে থাকায় তারা স্কুলে আসতে পারছে না। কোন কোন সময় জল কাদায় তাদের ইউনিফর্ম নষ্ট হয়ে যাচ্ছে। সাইকেল থেকে পড়ে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটছে। কোন উপায় না থাকায় ওই অবস্থায় বাড়ি ফিরে যেতে হচ্ছে। তার ফলে ক্ষতি হচ্ছে পড়াশোনায়, অবিলম্বে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 15, 2022 7:01 PM IST