পাশাপাশি তৎকালীন সময়ে রাজ্যের পক্ষ থেকে শ্যামল সেন কমিশন গঠন করা হয়েছিল আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য। এরপর চার বছর কেটে গেল আজও পর্যন্ত কোন আমানতকারী তাদের টাকা ফেরত পাননি। মূলত তারই পরিপ্রেক্ষিতে সাধারণ চিটফান্ড আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দেওয়ার পাশাপাশি এজেন্টদের সুরক্ষার দাবি তুলে এই দিন সারা রাজ্যের পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন অল বেঙ্গল চিট ফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ মাথার ওপর তাঁতঘর ভেঙ্গে আশঙ্কাজনক অবস্থায় দুই তাঁতি!
পথ অবরোধ ছাড়াও এই দিন জাতীয় সড়ক ও রেল অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানান বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে একাধিকবার সরব হয়েছেন বহু প্রচারিত মানুষ। চিটফান্ড আমানত কারীদের টাকা তছরুপের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। সেই চিটফান্ডের টাকা পাওয়ার দাবিতেই বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন নদিয়ার কৃষ্ণনগরে।
Mainak Debnath





