Nadia News: মাথার ওপর তাঁতঘর ভেঙ্গে আশঙ্কাজনক অবস্থায় দুই তাঁতি!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
নদিয়ার শান্তিপুরে আচমকাই তাঁত ঘর ভেঙে ভয়ানক দুর্ঘটনা, গুরুতর আহত একই পরিবারের দুজন। জানা যায় হঠাৎই হুড়মুড়িয়ে তাঁত ঘর ভেঙে বিপত্তি, চাপা পড়ে গুরুতর আহত একই পরিবারের দুজন। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
#নদিয়া : নদিয়ার শান্তিপুরে আচমকাই তাঁত ঘর ভেঙে ভয়ানক দুর্ঘটনা, গুরুতর আহত একই পরিবারের দুজন। জানা যায় হঠাৎই হুড়মুড়িয়ে তাঁত ঘর ভেঙে বিপত্তি, চাপা পড়ে গুরুতর আহত একই পরিবারের দুজন। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শান্তিপুর ব্লকের টেংরিডাঙ্গা এলাকার ঘটনা। সূত্রের খবর তাঁতঘরে কাজ করার সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘরটি, যদিও তৎসময় তাঁতের কাজ করছিল ওই পরিবারের দুই সদস্য। ঘরের চালা ভেঙে পড়ে তাদের মাথার উপর। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই দুজন, তাদেরকে পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে যায়, কালনার একটি হাসপাতালে।
জানা যায় এখন আশঙ্কাজনক অবস্থায় ওই দুজন চিকিৎসাধীন। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরিবারের দাবি, তাঁত বুনে কোনরকম সংসার চালাতেন তারা, কিন্তু তাঁত ঘরটি ভেঙে যাওয়ার কারণে যেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের, তেমনই দুজন গুরুতর আহত হওয়ার কারণে ভয়ংকর পরিস্থিতির অবস্থা হয়েছে পরিবারে। এখন প্রশাসন বা স্থানীয় নেতাদের কাছে সহযোগিতার জন্য আবেদন জানান পরিবার। উল্লেখ্য নদিয়া জেলা প্রধানত তাঁত এবং তাঁতের শাড়ির জন্যই বিখ্যাত।
advertisement
আরও পড়ুনঃ হেলমেটবিহীন বাইক আরোহীদের বিনামূল্যে হেলমেট প্রদান! সচেতনতা নাকাশিপাড়ায়
এখানকার তাঁতিরা নিজের কর্মদক্ষতার নিদর্শন দেখিয়ে একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। এমনিতেই করোনার করাল গ্রাসে গত দু'বছর ধরে তাঁতিদের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। তারওপর সেই শান্তিপুরেই তাঁতের ঘর আচমকায় ভেঙে পড়ে আর্থিক দিক দিয়ে একেবারেই ভেঙে পড়েছেন অসহায় ওই তাঁতি। ঘটনার জেরে রীতিমতো ও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এরপর কি ভাবে সংসার চালাবেন সেই চিন্তায় ঘুম উড়েছে ওই তাঁতির পরিবারের।
advertisement
advertisement
Mainak Debnath
view commentsLocation :
First Published :
November 17, 2022 8:40 PM IST
