বর্তমানে শিশুরা একাধিক সময় মেতে থাকে স্মার্টফোন ও ইন্টারনেটে। ভিডিও গেম থেকে শুরু করে ইন্টারনেট চ্যাটিং ইত্যাদি একাধিক মনোরঞ্জন ও বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে। সেই কারণেই খেলার মাঠ ও পার্ক থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শিশুরা।
আরও পড়ুনঃ ভয়ঙ্কর কাণ্ড! হাসপাতালের বেড ভেঙে পড়ে গেল মা ও সদ্যোজাত!
advertisement
ঘরের চার দেওয়ালের মধ্যেই মুঠোফোনে মজে আছে বর্তমান প্রজন্ম। তারই মাঝে কল্যাণীর একরতি শিশু প্রিয়জিৎ হালদারের এই সম্মান অর্জন গোটা তরুণ প্রজন্মের কাছে এক জ্বলন্ত নিদর্শন। পাড়া-প্রতিবেশীরা অত্যন্ত খুশি তাদের এলাকার ছোট্ট শিশুর এমন প্রতিভা দেখে।
আরও পড়ুনঃ অনেক হয়েছে সতর্কবার্তা! এবার ফাইন করতে নামলেন পুরসভার আধিকারিকেরা
তারা জানান ছোট্ট প্রিয়জিৎ এখন গোটা তরুণ প্রজন্মের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তারা চান ভবিষ্যতে তাদের এলাকার সকল ছেলে মেয়েরাই মুঠোফোন ছেড়ে নিজের কর্মদক্ষতা এবং মেধা দিয়ে প্রিয়জিতের মত অর্জন করুক একাধিক খেতাব।
Mainak Debnath