পারিবারিক সূত্রে জানা যাচ্ছে যে, ওই গৃহবধূর বিয়ে হয় বেশ কয়েক বছর আগে, রয়েছে দুটি সন্তান। স্বামীর সঙ্গে সম্পর্কের ইতি ঘটিয়ে তিনি ভাড়া থাকতেন পায়রাডাঙ্গায় একটি বাড়িতে এবং পরিচারিকার কাজ করতেন তিনি। সেই সূত্রেই স্থানীয় এক যুবকের সাথে পরিচয় হয় ওই গৃহবধুর।
আরও পড়ুনঃ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শান্তিপুরের বিধায়ক
advertisement
পরিবারের দাবি ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার মৃত ওই গৃহবধুর পরিবারের সঙ্গে দেখা করে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানায়। একই কথা জানায় নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা বর্ণালী দে। তিনিও পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন এবং সঠিক তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
আরও পড়ুনঃ প্রতিবন্ধী ভাই বোনেরা রাখি পরালেন পুলিশদের
এরপরেই গৃহবধূর পরিবার থেকে সাংবাদিকদের সামনে অভিযোগ তোলা হয় তাকে খুন করা হয়েছে। সম্পূর্ণ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছিল রানাঘাট পুলিশের পক্ষ থেকে এবং তারই পরিপেক্ষিতে অভিযুক্ত আসামীকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় রানাঘাটের আইসতলায় এলাকা থেকে। শুক্রবার তাকে তোলা হয় রানাঘাট মহকুমা আদালতে। গোটা ঘটনার তদন্তে নেমেছে রানাঘাট থানার পুলিশ।
Mainak Debnath