Nadia: প্রতিবন্ধী ভাই বোনেরা রাখি পরালেন পুলিশদের

Last Updated:

আজ রাখি বন্ধন উৎসব। সম্প্রীতির অন্যতম উৎসব হল রাখি বন্ধন উৎসব। এই উৎসব জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ পালন করে থাকেন।

+
title=

#কৃষ্ণনগর : আজ রাখি বন্ধন উৎসব। সম্প্রীতির অন্যতম উৎসব হল রাখি বন্ধন উৎসব। এই উৎসব জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ পালন করে থাকেন। এই উৎসবের মাধ্যমে সমস্ত ভেদাভেদ ভুলে খুশির আনন্দে মেতে উঠেন দেশের প্রতিটা মানুষ। ঠিক সেই কারনেই সমস্ত গ্লানিকে দূর করে মানুষে মানুষে মেল বন্ধনের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যরা বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর স্টেশনের সমস্ত যাত্রী, হকার, সাফাই কর্মী এবং রেল পুলিশদের রাখি পরিয়ে মানবতার নজির গড়লেন। কৃষ্ণনগর প্রতিবন্ধী সম্মেলনীর বেশ কিছু বিশেষ ভাবে সক্ষম মানুষেরা,যাদের মধ্যে কেউ ঠিক মত চলা ফেরা করতে পারে না, কেউবা ঠিক মত কথা বলতে পারেনা কারোর দৃষ্টি শক্তি স্বাভাবিক নয় তারা স্টেশনের প্রত্যেকটি মানুষের হাতে পরিয়ে দিলেন রাখি। কৃষ্ণনগর রেল পুলিশ অফিসের সমস্ত পুলিশ কর্মীদের তারা রাখি পরিয়ে দিলেন।
সারাদিন নিজেদের কাজে ব্যস্ত থাকেন তারা। তাদের মধ্যে অনেকেরই বাড়ি অনেক দূরে। ফলে প্রতিবছর নিজের প্রিয়জনদের কাছ থেকে রাখি পরার সৌভাগ্য তাদের হয় না। তবে এ বছর পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনীর সদস্যদের কাছে থেকে রাখি পরে খুবই খুশি তারা।
আরও পড়ুনঃ রাখি পূর্ণিমার শেষ বেলায় হরেক রকমের রাখি কিনতে ব্যস্ত সবাই
উল্লেখ্য, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা ঢাকা সিলেট থেকে হাজার হাজার ভাই ও বোনকে আহবান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। সেই থেকেই গোটা দেশ জুড়ে আজও পালন করা হয়ে থাকে একতার শ্রেষ্ঠ রাখি বন্ধন উৎসব।
advertisement
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia: প্রতিবন্ধী ভাই বোনেরা রাখি পরালেন পুলিশদের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement