শুক্রবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মুর্শিদাবাদ শহরের বরফখানা এলাকায় বাড়ি মৃত শিশুদের। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই দুই শিশু বাড়ির দরজার সামনে খেলছিল। তখনই হঠাৎ দরজার উপরের ঢালাই স্ল্যাবটি ভেঙে পড়ে। তার নিচে চাপা পড়ে যায় দু'জনেই।
আরও পড়ুন: নতুন বছরে ফারাক্কায় ক্যানেলে এ কী দেখা গেল, রাতের ঘুম উড়ে গেল এলাকার মানুষের
advertisement
দুই শিশুর চিৎকার শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসে। স্ল্যাবের নীচ থেকে তাদের তড়িঘড়ি উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই শিশুর নাম আসিফ শেখ (৪) ও ইউসুফ শেখ (৫)।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত শিশুদের প্রতিবেশী আসিরুদ্দিন শেখ বলেন, "শুক্রবার বিকেলে ওই দুই শিশু বাড়ির সামনের দরজায় বসে খেলা করছিল। তখনই উপরের ঢালাই স্ল্যাব ভেঙে এই দুর্ঘটনা ঘটে। আমরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।" নিয়ম মেনে ওই দুই শিশুর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ফুটফুটে দুই শিশুর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা গ্রাম।
কৌশিক অধিকারী