Migrant Worker: অভাব ঘোচাতে গিয়ে চলে গেল প্রাণ! ভিনরাজ্যে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের, ঢালাই মেশিন ভেঙে পড়ে সব শেষ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Migrant Worker: প্রায় দেড় মাস আগে সংসারের অভাব ঘোচাতে কাজের সন্ধানে গাজিয়াবাদ গিয়েছিলেন। পরিশ্রমী, শান্ত স্বভাবের এই মানুষটির জীবনের গল্প শেষ হল এক মর্মান্তিক দুর্ঘটনায়। সংসারের একমাত্র রোজগেরে মানুষকে হারিয়ে দিশেহারা পরিবার।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডলঃ পরিবারের মুখে হাসি ফোটাতে ভিনরাজ্যে গিয়েছিলেন। সেখানে কাজ করতে গিয়ে এই রকম পরিণতি হবে তা বুঝে উঠতে পারেনি বাড়ির লোক। দিল্লির গাজিয়াবাদের নির্মাণস্থলে কাজ করতে গিয়ে করুণ পরিণতি মুর্শিদাবাদের এক পরিযায়ী রাজমিস্ত্রির। ভারী ঢালাই মেশিন ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাসীর শেখ (৩৮)। বাড়ি সামশেরগঞ্জ থানার মধ্য চাচন্ড গ্রামে।
প্রায় দেড় মাস আগে সংসারের অভাব ঘোচাতে কাজের সন্ধানে গাজিয়াবাদ গিয়েছিলেন। পরিশ্রমী, শান্ত স্বভাবের এই মানুষটির জীবনের গল্প শেষ হল এক মর্মান্তিক দুর্ঘটনায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চারতলা বিল্ডিংয়ের ঢালাই চলাকালীন হঠাৎ উপরের দিক থেকে ভারী ঢালাই মেশিন বাসীর শেখের উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনা! ট্রেনে কাটা পড়ে মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের
এই ঘটনার খবর আসে বাড়িতে। সব জানতে পেরে স্তম্ভিত হয়ে পড়ে গ্রাম মধ্য চাচন্ডের মানুষ। বর্তমানে বাসীরের পরিবারে স্ত্রী সাগিরা বিবি, দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। সংসারের একমাত্র রোজগেরে মানুষকে হারিয়ে দিশেহারা পরিবার। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই আমরা জানতে পারি। এখন কীভাবে দেহ ফিরে আসবে তা নিয়ে আমরা চিন্তিত। ময়নাতদন্তের পর মৃতদেহ পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। আগামীদিনে ছেলেমেয়ে নিয়ে কীভাবে সংসার চালাবেন সেই নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 12, 2025 1:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Worker: অভাব ঘোচাতে গিয়ে চলে গেল প্রাণ! ভিনরাজ্যে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের, ঢালাই মেশিন ভেঙে পড়ে সব শেষ

