West Bengal news: ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনা! ট্রেনে কাটা পড়ে মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
West Bengal news: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবান্দপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেলিম শেখ (৩৮)। পেটের রুটি রুজির টানে পার্শ্ববর্তী রাজ্য আসামে কাঠের কাজ করতে গিয়েছিল পরিযায়ী শ্রমিক সেলিম শেখ।
ফরাক্কা, মুর্শিদাবাদ: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবান্দপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেলিম শেখ (৩৮)। পেটের রুটি রুজির টানে পার্শ্ববর্তী রাজ্য আসামে কাঠের কাজ করতে গিয়েছিল পরিযায়ী শ্রমিক সেলিম শেখ। কয়েক মাস আগেই বাড়ির সফর শেষ করেই কাজের উদ্দেশে অসমে যান। কিন্ত হঠাৎ কাল রাতে বাড়িতে মৃত্যুর খবর আসতেই কার্যত ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে তার মৃত্যুর কারণ নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। যদিও পুলিশের প্রাথমিক ভাবে অনুমান রেলে কাটা পড়েই মৃত্যু হয় যুবকের।
সেলিম সেখের স্ত্রী মেমেরা বিবি জানান, তাঁর সঙ্গে গতকাল অর্থাৎ সোমবার বিকেল নাগাদ ফোনে কথা হয়েছিল। সেলিম সেখের তখন পর্যন্ত সব ঠিকই ছিল। তারপরে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। আর ভোর রাতেই আসে মৃত্যুর খবর। মৃত্যুর খবর বাড়িতে আসতেই কার্যত ভেঙে পড়েছেন তিন সন্তানের জননী মেমেরা বিবি-সহ পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ইসলামাবাদে আদালতের বাইরে বড়সড় বি*স্ফো*রণে নিহত ৯, আহত বহু! বাড়তে পারে হতাহতের সংখ্যা
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেলিম সেখ ছিলেন পরিবারের অন্যতম অন্য অর্থ উপার্জনকারী। শ্রমিকের কাজ ছিল তার পেশা।তার রোজগারেই চলত পরিবার তার অকাল প্রয়াণে পরিবারের ভবিষ্যত কার্যত হুমকির মুখে। সেলিম সেখের মরদেহ বাড়ি নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে। পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, রেলে কাটা পড়েই তার আকস্মিক মৃত্যু হয়। তবে আগামী দিনে কিভাবে সংসার চালাবেন পরিবারের সন্তান নিয়ে তা ভেবেই দিশাহারা পরিবারের সদস্যরা ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 8:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনা! ট্রেনে কাটা পড়ে মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের

