West Bengal news: ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনা! ট্রেনে কাটা পড়ে মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের

Last Updated:

West Bengal news: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবান্দপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেলিম শেখ (৩৮)। পেটের রুটি রুজির টানে পার্শ্ববর্তী রাজ্য আসামে কাঠের কাজ করতে গিয়েছিল পরিযায়ী শ্রমিক সেলিম শেখ।

শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ গ্রাম 
শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ গ্রাম 
ফরাক্কা, মুর্শিদাবাদ: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবান্দপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেলিম শেখ (৩৮)। পেটের রুটি রুজির টানে পার্শ্ববর্তী রাজ্য আসামে কাঠের কাজ করতে গিয়েছিল পরিযায়ী শ্রমিক সেলিম শেখ। কয়েক মাস আগেই বাড়ির সফর শেষ করেই কাজের উদ্দেশে অসমে যান। কিন্ত হঠাৎ কাল রাতে বাড়িতে মৃত্যুর খবর আসতেই কার্যত ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এদিকে তার মৃত্যুর কারণ নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। যদিও পুলিশের প্রাথমিক ভাবে অনুমান রেলে কাটা পড়েই মৃত্যু হয় যুবকের।
সেলিম সেখের স্ত্রী মেমেরা বিবি জানান, তাঁর সঙ্গে গতকাল অর্থাৎ সোমবার বিকেল নাগাদ ফোনে কথা হয়েছিল। সেলিম সেখের তখন পর্যন্ত সব ঠিকই ছিল। তারপরে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। আর ভোর রাতেই আসে মৃত্যুর খবর। মৃত্যুর খবর বাড়িতে আসতেই কার্যত ভেঙে পড়েছেন তিন সন্তানের জননী মেমেরা বিবি-সহ পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ইসলামাবাদে আদালতের বাইরে বড়সড় বি*স্ফো*রণে নিহত ৯, আহত বহু! বাড়তে পারে হতাহতের সংখ্যা
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেলিম সেখ ছিলেন পরিবারের অন্যতম অন্য অর্থ উপার্জনকারী। শ্রমিকের কাজ ছিল তার পেশা।তার রোজগারেই চলত পরিবার তার অকাল প্রয়াণে পরিবারের ভবিষ্যত কার্যত হুমকির মুখে। সেলিম সেখের মরদেহ বাড়ি নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে। পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, রেলে কাটা পড়েই তার আকস্মিক মৃত্যু হয়। তবে আগামী দিনে কিভাবে সংসার চালাবেন পরিবারের সন্তান নিয়ে তা ভেবেই দিশাহারা পরিবারের সদস্যরা ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনা! ট্রেনে কাটা পড়ে মৃ*ত্যু পরিযায়ী শ্রমিকের
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement