ইসলামাবাদে আদালতের বাইরে বড়সড় বি*স্ফো*রণে নিহত ৯, আহত বহু! বাড়তে পারে হতাহতের সংখ্যা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Islamabad Terror Attack: এবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ইসলামাবাদের জেলা আদালতের সামনে এই বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। এই বিস্ফোরণে অন্তত ৮ জন আহত হয়েছে বলে খবর।
ইসলামাবাদ: এবার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ইসলামাবাদের জেলা আদালতের সামনে এই বিস্ফোরণ ঘটেছে বলে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর। এই বিস্ফোরণে অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর৷ আহত হয়েছেন অনেকে।
এই ঘটনায় স্থানীয় পুলিশ আধিকারিক জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম রয়টার্সে তিনি বলেন, “কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিস্কার নয়, আমরা তদন্ত করে জানার চেষ্টা করছি। ফরেন্সিক দলের থেকে তথ্য পেলে আমরা বিস্তারিত জানাতে পারব।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ইসলামাবাদের জেলা আদালতের কাছে বিস্ফোরণ ঘটেছে। ওই এলাকায় শহরের অন্যতম জনবহুল এলাকা। তাই আশঙ্কা করা হচ্ছে ইসলামাবাদের এই বিস্ফোরণে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 2:45 PM IST

