Red Fort closed: দিল্লিতে বি*স্ফো*রণের জের, আজ থেকে তিন দিন পর্যটকদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Delhi Car Blast: দিল্লিতে লাল কেল্লায় হামলার জেরের তিন দিন বন্ধ থাকবে লাল কেল্লা। ১১ নভেম্বর, অর্থাৎ আজ থেকে থেকে ১৩ নভেম্বর, বুধবার পর্যন্ত তিন দিনের জন্য দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা।
advertisement
advertisement
advertisement
দিল্লি বিস্ফোরণ মামলায় আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে, সেই ডঃ উমরের প্রথম ছবি প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণে সাদা হুন্ডাই আই২০ গাড়িটি তিনি চালাচ্ছিলেন, যাতে কমপক্ষে নয়জন নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে লাল কেল্লা মেট্রো স্টেশন বিস্ফোরণে জড়িত হুন্ডাই আই২০ গাড়িটি বিস্ফোরণের আগে প্রায় তিন ঘণ্টা ধরে দাঁড়িয়েছিল, দুপুর ৩:১৯ থেকে সন্ধ্যা ৬:৪৮ পর্যন্ত।(ছবি সৌজন্যে PTI)
advertisement
