Murshidabad: নদী ভাঙন নিয়ে আর আতঙ্ক নয়! ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার, ১১০০ পরিবারের হাতে তুলে দেওয়া হল আর্থিক সহায়তা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad: মুর্শিদাবাদ জেলার বিধায়ক থেকে সাংসদ সকলেই জানিয়েছেন, মুর্শিদাবাদের এক পাড়ে প্লাবন, অন্য পাড়ে ভাঙন। মুর্শিদাবাদের ভাঙনে, প্লাবনে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণের টাকা পাচ্ছে এটাই গর্বের।
advertisement
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থেকে লালগোলা, বিভিন্ন এলাকার ভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, বহরমপুর পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তৃণমূলের জেলা সভাপতি, কান্দির বিধায়ক অপূর্ব সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিক ও বিধায়কেরা।
advertisement
মুর্শিদাবাদ জেলার ভাঙনে ক্ষতিগ্রস্ত ১১০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হল। যেসব বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইসব বাড়ির জন্য এই মুহূর্তে ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে। এটা প্রথম কিস্তি। পরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া যেসব বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত, সেই বাড়ির জন্য ৭০ হাজার টাকা দেওয়া হবে। এর অর্ধেক টাকা এদিন দেওয়া হয়েছে।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার বিধায়ক থেকে সাংসদ সকলেই জানিয়েছেন, মুর্শিদাবাদের এক পাড়ে প্লাবন, অন্য পাড়ে ভাঙন। মুর্শিদাবাদের ভাঙনে, প্লাবনে ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিপূরণের টাকা পাচ্ছে এটাই গর্বের। তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রী বন্যা এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা এর জন্য কৃতজ্ঞতা জানাই। (ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)
