Murshidabad: রান্না করার সময় আচমকা বিস্ফোরণ! গ্যাস সিলিন্ডার ফেটে গোটা বাড়িতে আগুন, মুর্শিদাবাদে মৃত শিশু-সহ মহিলা

Last Updated:

Gas Cylinder Explosion: রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে সাংঘাতিক দুর্ঘটনা। বুধবার দুপুরে কান্দি থানার রামেশ্বরপুর গ্রামে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ছোট্ট শিশু-সহ মহিলার। আহত হয়েছেন আরও চার জন।

বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে আহতদের
বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে আহতদের
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের অধীনে রামেশ্বরপুর গ্রামে রান্না করার সময় ভয়াবহ বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ছোট্ট শিশু-সহ এক মহিলার। আহত হয়েছেন আরও চার জন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে রামেশ্বরপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা আনিসুর সেখ অন্যান্য দিনের মতো এদিনও রান্না বসিয়েছিলেন। হঠাৎ করেই রান্নার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। সেই আগুনে পাশে থাকা আরও একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।
আরও পড়ুনঃ কল্যাণীর আদিবাসী কিশোর দিশম রাজ হাঁসদা, বাংলার ফুটবলে নতুন আশার আলো, গায়ে জাতীয় দলের জার্সি চাপানোর স্বপ্ন অদূরে নয়
আগুনে ঝলসে পরিবারের ৬ জন সদস্য গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে আহতদের নাম, আনিসুর সেখ, মনিজা বিবি, নুরজাহান বিবি, রাজিয়া বিবি, ছোট্ট শিশু আড়াই মাসের আফরিন সেখ। আহত অবস্থায় সকলকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক মহিলা ও আড়াই মাসের ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে আহতদেরকে উদ্ধার করে নিয়ে যান বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কীভাবে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া গোটা গ্রামে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: রান্না করার সময় আচমকা বিস্ফোরণ! গ্যাস সিলিন্ডার ফেটে গোটা বাড়িতে আগুন, মুর্শিদাবাদে মৃত শিশু-সহ মহিলা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement