TRENDING:

Karthik Puja 2025: সংক্রান্তির পরই আসছে কার্তিকের লড়াই! আগ্রহ উৎসাহে উদগ্রীব বেলডাঙার বাসিন্দারা

Last Updated:

Karthik Puja 2025:কার্তিক লড়াই দেখতে পর্যটকদের ভিড় জমে বেলডাঙায়। মুর্শিদাবাদের বেলডাঙার অন্যতম প্রাচীন উৎসব কার্তিক পুজো। কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো করা হয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দুর্গাপুজো বা কালীপুজো নয়। মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় প্রায় তিনশোটি প্রতিমা তৈরি করে হয় পুজোতে। যা কার্তিক পুজোর রাতে চলে পুজো। আর পরের দিন হয় শোভাযাত্রা। যার নাম কার্তিক লড়াই ।যা মুর্শিদাবাদ জেলার অন্যতম কার্নিভাল। কার্তিক লড়াই দেখতে পর্যটকদের ভিড় জমে বেলডাঙায়। মুর্শিদাবাদের বেলডাঙার অন্যতম প্রাচীন উৎসব কার্তিক পুজো। কার্তিক মাসের সংক্রান্তিতে কার্তিক পুজো করা হয়।
advertisement

জানা গিয়েছে, এই পুজো উপলক্ষে বেলডাঙার মানুষ খুবই উৎসাহিত। বিশেষ করে কার্তিক পুজোর দ্বিতীয় দিন চলে বিসর্জনের শোভাযাত্রা। এই শোভাযাত্রাকে বলে ‘কার্তিক লড়াই’। কার্তিক লড়াই কিন্তু কোনও ঝগড়া নয়। কার্তিক লড়াই হল কার্তিক ঠাকুরের বিসর্জনের শোভাযাত্রা, যেমন দেখা যায় দুর্গাপ্রতিমা নিয়ে, কালীপ্রতিমা, জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রা কিংবা নবদ্বীপ বা শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রায়। বেলডাঙার কার্তিক লড়াই ১০০ বছরের বেশি প্রাচীন। অতীতে বেলডাঙায় কার্তিক ঠাকুরের বহু পুজো হত। পরের দিন শোভাযাত্রা করে বিসর্জন দেওয়া হত। কার্তিক লড়াই দেখার জন্য বেলডাঙা-সহ আশপাশের সাধারণ মানুষের ঢল নামে।

advertisement

আরও পড়ুন : কালো, বাদামি…আর কোন রং বেডরুমের দেওয়ালে থাকলেই অশান্তি বিপদে ছারখার হবে জীবন জানুন! বলছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

সেরা ভিডিও

আরও দেখুন
দীর্ঘ অপেক্ষার অবসান! নতুন রূপে খুলল কালনার তালা ব্রিজ, দেখুন প্রথম ঝলক
আরও দেখুন

পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক পুজোর আয়োজন করা হয়, আগামী সোমবার হবে কার্তিক পুজো।পরের দিন মঙ্গলবার হবে কার্তিক লড়াই। দিন-রাত শ’তিনেক ছোট-বড় মূর্তির নিরঞ্জনকে ঘিরে যাবতীয় উন্মাদনা দেখা যায়। বড় মূর্তিগুলির গড় উচ্চতা ১২-১৪ ফুট। সেগুলিকে কাঠামো-সহ বাঁশের মাচায় চাপিয়ে শহরের রাস্তা দিয়ে বাদ্যযন্ত্র-সহকারে শোভাযাত্রা বের হয় যখন তখন তা বাস্তবেই দেখার মতো দৃশ্য। কে-কত ভাল শোভাযাত্রা করল, তা নিয়ে মূলত লড়াই। আর এই কার্তিক লড়াই নজর কাড়ে পর্যটকদের, যা মুর্শিদাবাদ জেলার মানচিত্রে অন্যমাত্রা যোগ করে। কে কোন ঠাকুরকে টেক্কা দেবে মূলত তা নিয়েই এই লড়াই।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Karthik Puja 2025: সংক্রান্তির পরই আসছে কার্তিকের লড়াই! আগ্রহ উৎসাহে উদগ্রীব বেলডাঙার বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল