পরিবার সূত্রে জানা গিয়েছে, রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা আনিসুর সেখ অন্যান্য দিনের মতো এদিনও রান্না বসিয়েছিলেন। হঠাৎ করেই রান্নার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। সেই আগুনে পাশে থাকা আরও একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।
advertisement
আগুনে ঝলসে পরিবারের ৬ জন সদস্য গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে আহতদের নাম, আনিসুর সেখ, মনিজা বিবি, নুরজাহান বিবি, রাজিয়া বিবি, ছোট্ট শিশু আড়াই মাসের আফরিন সেখ। আহত অবস্থায় সকলকেই বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক মহিলা ও আড়াই মাসের ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ। কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে আহতদেরকে উদ্ধার করে নিয়ে যান বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কীভাবে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটল তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া গোটা গ্রামে।






